আজকাল ওয়েবডেস্ক: আবারও দুঃসংবাদ। মার্চেও পৃথিবীতে ফিরতে পারবেন না মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও ব্যারি বুচ উইলমোর। মহাকাশে দশ মাস ধরে তাঁরা আটকে রয়েছেন। মহাকাশযানে যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল হল মিশন। বুধবার রাতে এ ঘোষণা করেছে নাসা ও ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স। 

ফেব্রুয়ারি মাসে সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে ফেরানোর জন্য মহাকাশযান ক্রিউ-১০ মিশনের ঘোষণা  করেছিস নাসা ও স্পেস এক্স। ঘোষণা করা হয়েছিল, ১২ মার্চ ক্রিউ-১০ মিশন বাস্তবায়িত হবে। কিন্তু বুধবার নাসা ও স্পেস এক্স একটি বিবৃতি দিয়ে জানায়, এদিন কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন রকেট ৯ উৎক্ষেপণ করা হত। উৎক্ষেপণের কয়েক ঘণ্টা আগে হাইড্রলিক সিস্টেমে সমস্যা নজরে পড়ে‌। রকেট লঞ্চপ্যাডের কিছু ক্রুটির জন্যই মিশন বাতিল করা হয়েছে। 

এর আগে নাসা জানিয়েছিল, ১৬ মার্চ সুনীতা উইলিয়ামস ও ব্যারি বুচ উইলমোর পৃথিবীতে ফিরবেন। মিশন বাতিল হওয়ায়, অনির্দিষ্টকালের জন্য আপাতত সেখানেই আটকে থাকবেন তাঁরা। ফের কবে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে রকেট উৎক্ষেপণ হবে, তাঁদের ফিরিয়ে আনা হবে, সে সম্পর্কে কিছু ঘোষণা করা হয়নি।

২০২৪ সালের ৫ জুন দশদিনের জন্য স্টারলাইনারের স্পেস ক্রাফটে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা ও উইলমোর। দশদিনের বদলে দীর্ঘ দশ মাস সময় পার হয়ে গিয়েছে। মার্চে ফেরার দিনক্ষণ ঘোষণা করে, খানিকটা আশার আলো নাসা দেখিয়েছিল। কিন্তু মিশন বাতিলে আবারও দুঃশ্চিন্তায় সকলে।