আজকাল ওয়েবডেস্ক: সুনীতা ইউলিয়ামস, ব্যারি বুচ উইলমোর। জুন মাসে কেবল আট দিনের জন্য মহাকাশে গিয়েছিলেন। ফিরছেন ন’ মাস পর। মাঝের সময় কেটেছে জল্পনায়, প্রচেষ্টায়, ব্যর্থতায়, উদ্বেগে। প্রায় ২০০ দিন পর, মহাকাশ থেকে পৃথিবীর দিকে রওনা দিয়েছেন সুনীতা, বুচ। ইতিমধ্যে নাসা-র পক্ষ থেকে তাঁদের প্রত্যাবর্তনের প্রতি মুহূর্ত লাইভ টেলিকাস্ট করা হচ্ছে। অপেক্ষা বিশ্বজুড়ে।
গোটা বিশ্বের অপেক্ষার মাঝেই, প্রার্থনা চলছে গুজরাটের ছোট গ্রামে। সুনীতার জন্য। কিন্তু কেন? কারণ সুনীতা ভারতীয় বংশোদ্ভূত। ভারতীয়-আমেরিকান মহাকাশচারীর শিকড় রয়েছে আদতে গুজরাটের ওই গ্রামে।
গুজরাটের ঝুলসান। সুনীতার বাবা দীপক পান্ড্য ছিলেন স্নায়ুবিজ্ঞানী, ১৯৫৭ সালে ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যান তিনি। প্রায় সাত হাজার জনসংখ্যা ওই গ্রামের। সুনীতা তিনবার ঘুরে গিয়েছেন তাঁর দেশের বাড়ি। ১৯৭২,২০০৭,২০১৩। একবার তিনি সেখানকার স্থানীয় এক স্কুলে সাহায্য করেন।
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, সুনীতা মহাকাশে আটকে পড়ার পর থেকেই উদ্বিগ্ন গ্রামের বাসিন্দারা। তাঁর সুস্থতায় জ্বলছে তেলের প্রদীপ, প্রার্থনা ঘরে ঘরে।
মঙ্গলবার মহাকাশ স্টেশনকে বিদায় জানিয়ে ঘরের পথে পাড়ি দিলেন সুনীতারা। সব ঠিক থাকলে তাঁরা মঙ্গলবার EDT সময় অনুযায়ী সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে (ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর ৩টা ২৭ মিনিটে) ফ্লোরিডার উপকূলে অবতরণ করবেন।
