আজকাল ওয়েবডেস্ক:  পৃথিবীতে নিজেদের জামাকাপড় পরিবর্তন করা যেমন একটি অতি দরকারি বিষয়। ঠিক তেমনই মহাকাশে গিয়ে সেই একই কাজ করা দরকার। তবে ভেবে দেখেছেন মহাকাশে গিয়ে সেই কাজটি করা কিন্তু অতটাও সহজ নয়।


মহাকাশে যেখানে ভর একেবারে শূণ্য হয়ে যায় সেখানে নিজেদের জামাকাপড় পরিবর্তন করে বেশ কঠিন। তবে সেখানে বুদ্ধি করে এই কাজটি করতে হবে। যারা মহাকাশে যান তারা এই পদ্ধতি ব্যবহার করেই নিজেদের জামাকাপড় পরিবর্তন করেন। নাসার কেমিক্যাল ইঞ্জিনিয়ার ডন প্রিট সম্প্রতি এই কাজটি করে দেখিয়েছেন। 


নিজের এক্স হ্যান্ডেলে তিনি এই অভিনব কায়দায় প্যান্ট পরার কাজটি করে দেখিয়েছেন। এই ভিডিওটি বর্তমানে ভাইরাল হয়েছে সর্বত্র। যারাই এই ভিডিওটি দেখছেন তারা একেবারে অবাক হয়ে গিয়েছেন। সেখানে দেখা গিয়েছে মহাকাশচারীরা হাওয়াতে ভেসে ধীরে ধীরে প্যান্টের মধ্যে নিজের দুটি পা অতি সহজেই গলিয়ে দিতে পারছেন। 

?ref_src=twsrc%5Etfw">February 21, 2025

 

 


তবে অবাক করা বিষয় হল যে দুটি পা একসঙ্গেই আপনাকে গলিয়ে দিতে হবে। নাহলে কিন্তু প্রবল সমস্যায় পড়বেন। এই মজার ছবি দেখে সকলেই কিন্তু হেসে খুন হয়েছেন। এই ভিডিওটি দেখে সকলেই বেশ মজা পেয়েছেন। একজন লিখেছেন, আপনাকে সঠিক সময় ল্যান্ড করতে হবে নাহলেই কিন্তু বিরাট বিপদ নেমে আসবে। 

 

অন্য আরেকজন লিখেছেন, যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু আর সুযোগ মিলবে না। সেখান থেকে সকলে যা মনে করার তাই করবে। অন্যজন লিখেছেন, ঘরেতে এটি চেষ্টা করে দেখা যেতে পারে তবে সেখানে ঘরকে কীভাবে বায়ুশূণ্য করব সেটাই বড় চিন্তার বিষয়। 


ডন প্রিট ৬৯ বছরের আমেরিকার মহাকাশ বিজ্ঞানী। তিনি একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ারও বটে। বর্তমানে তিনি নাসার সঙ্গে যুক্ত রয়েছেন। প্রিট ইতিমধ্যেই মহাকাশের বুকে ৩৭০ দিন কাটিয়ে ফেলেছেন। সেখানে ১৩ টি স্পেসওয়াক করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর কাছে। তবে তার করা এই ভিডিও রীতিমতো সাড়া ফেলে দিয়েছে সকলের মধ্যে।