আজকাল ওয়েবডেস্ক: ২৮ মার্চের পর ফের কেঁপে উঠল মায়ানমার। কম্পনের মাত্রা ছিল ৫.৫। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রবিবার সকালে মধ্য মায়ানমারের ছোট শহর মেইকটিলার কাছে ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। উৎপত্তিস্থল ছিল ভূমিভাগ থেকে ৩৫ কিলোমিটার গভীরে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত, নতুন কম্পনের কারণে মায়ানমারে কোনও ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে, ২৮ মার্চ, শুক্রবার সকালে মায়ানমারে পরপর ভূমিকম্প হয়। সর্বোচ্চ কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৭। তথ্য, ভুমিকম্পের পর অন্তত ১৫বার আফটার শক অনুভূত হয়। মার্কিন জিওলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, মায়ানমারের মান্দালয়ে ভূমিকম্পের উৎস ছিল। উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি নীচে।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাজধানী নেপিদ। তাসের ঘরের মতো ভেঙে পড়ে মায়ানমারের বিস্তৃত এলাকার বাড়িঘর, স্মৃতিসৌধ, মসজিদ। উপড়ে গিয়েছিল শয়ে শয়ে গাছ। ফাটল ধরে রাস্তায়, সেতুতে। প্রায় সাড়ে তিন হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
মায়ানমার সরকারের আর্জিতে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি সমীক্ষার জন্য সেখানে পৌঁছেছে ভারতীয় সেনা। মান্দালয় ও নেপিদয়ে কী কী পরিকাঠামোগত ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখবেন তাঁরা।
