আজকাল ওয়েবডেস্ক:‌ পাঁচ মাস পর অবশেষে জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। বুধবার ঢাকা হাইকোর্টের বিচারপতি আতোয়ার রহমান খান ও আলি রেজার বেঞ্চ চিন্ময়কৃষ্ণের জামিন মঞ্জুর করে। 


প্রসঙ্গত, বাংলাদেশ যখন অশান্ত তখনই গ্রেপ্তার করা হয়েছিল সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণকে। তাঁর বিরুদ্ধে উঠেছিল দেশদ্রোহীতার অভিযোগ। এরপরই তাঁর জামিনের দাবিতে ভারতের একাধিক জায়গায় প্রতিবাদ মিছিল হয়েছিল। অবশেষে তিনি জামিন পেলেন। তবে তাঁর মুক্তি নিয়ে রয়েছে জটিলতা। তাই জামিন পেলেও কবে তিনি জেলের বাইরে আসতে পারবেন তা এখনও অজানা। 


গত ২৫ নভেম্বর চিন্ময়কৃষ্ণকে গ্রেপ্তার করা হয়েছিল। চিন্ময়কৃষ্ণের গ্রেপ্তারিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়। ২৭ নভেম্বর প্রথম তাঁকে চট্টগ্রাম আদালতে পেশ করা হয়। এরপর গত ১১ ডিসেম্বর যখন চিন্ময়কৃষ্ণ দাসকে আদালতে পেশ করা হয়, তখন তাঁর হয়ে লড়াই করার জন্য কোনও আইনজীবী ছিল না। এরপর একাধিকবার চিন্ময়কৃষ্ণকে আদালতে পেশ করা হলেও প্রতিবারই তাঁর জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়।


অবশেষে ৩০ এপ্রিল তিনি জামিন পেলেন। তবে জেলমুক্তি নিয়ে থাকছে ধোঁয়াশা। অবশ্য জামিনের বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আবেদন করতে পারবে বলে আদালত জানিয়েছে।