আজকাল ওয়েবডেস্ক: কুমিল্লায় হিন্দু তরুণীকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বাংলাদেশে। অভিযুক্ত স্থানীয় বিএনপি নেতা ফজর আলির গ্রেপ্তারির পর ঢাকার রাজপথে প্রতিবাদে ফেটে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্রদের বিক্ষোভ ও স্লোগানে উত্তাল রাজধানী। অভিযুক্তদের বিরুদ্ধে ‘সরাসরি পদক্ষেপ’-এর দাবিতে সোচ্চার হয়েছেন প্রতিবাদীরা। জানা গিয়েছে, ঘটনার মূল অভিযুক্ত ফজর আলি (৩৮) কুমিল্লার রামচন্দ্রপুর পচকিট্টা গ্রামের বাসিন্দা। গত ২৬ জুন রাতে স্থানীয় ‘হরি সেবা’ উৎসব উপলক্ষে নিজের বাবার বাড়িতে দুই সন্তানকে নিয়ে থাকা ২১ বছর বয়সী ওই তরুণীর বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণ করেন তিনি বলে অভিযোগ। জানা গিয়েছে, ওই মহিলার স্বামী বর্তমানে কর্মসূত্রে দুবাইয়ে রয়েছেন।
পুলিশ সূত্রে খবর, রাত ১০টা নাগাদ ওই তরুণীর বাড়িতে গিয়ে ডাকাডাকি করে অভিযুক্ত। তরুণী দরজা না খোলায় জোর করে ভিতরে ঢুকে যায় ওই ব্যক্তি। তারপর ধর্ষণ করে পালিয়ে যায় বলে অভিযোগ। স্থানীয় মানুষজন তাঁকে ধরে ফেললেও পালিয়ে যায় ওই ব্যক্তি। ৩০ জুন সকালে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। এই ঘটনার পর কুমিল্লার মুরাদনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, এদের মধ্যে তিনজন ঘটনার ভিডিও করে সামাজিক মাধ্যমে শেয়ার করার অভিযোগে গ্রেপ্তার হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও এই ঘটনার প্রতিবাদে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ছে। ঘটনায় মুখ খুলেছে ভারত সরকারও।
