আজকাল ওয়েবডেস্ক: বিস্ফোরক তথ্য শেয়ার করল নাসা। মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ২৪ অক্টোবর সন্ধ্যায় একটি অ্যাস্টেরয়েড পৃথিবীর একেবারেই পাশ দিয়ে চলে যাবে। গ্রহাণুটির নাম দেওয়া হয়েছে 363305 (2002 NV16), যা আকারে প্রায় বড় বিল্ডিংয়ের সমান। ১৭,৫৪২ কিমি প্রতি ঘণ্টা গতিতে এটি পৃথিবী ঘেঁষে বেরিয়ে যাবে। নাসার তরফে জানানো হয়েছে, পৃথিবী ঘেঁষে গেলেও ধাক্কা খাওয়ার সম্ভাবনা নেই। গ্রহাণুটি পৃথিবীর থেকে ৪.৫২ মিলিয়ন কিলোমিটার দূর দিয়ে যাবে।

 

যা চাঁদের সঙ্গে পৃথিবীর দূরত্বের (৩৮৪,৪০০ কিলোমিটার) ১১ গুণেরও বেশি। গ্রহাণুটির আকার অনুযায়ী এটিকে সম্ভাব্য বিপজ্জনক অ্যাস্টেরয়েডের তালিকায় শ্রেণীবদ্ধ করা হয়েছে। তবে নাসা নিশ্চিত করেছে যে গ্রহাণুটি নিজের যাত্রাপথে যাওয়ার সময় সংঘর্ষের কোনও ঝুঁকি নেই। পৃথিবীর কাছ দিয়ে কোনও বস্তু যাওয়ার সময় সেদিকে নজর রাখার জন্য নাসার প্ল্যানেটারি ডিফেন্স প্রোগ্রাম কাজ করে। বিশেষত, পৃথিবীর কাছ দিয়ে যাওয়া অ্যাস্টেরয়েড এবং কমেটগুলোর তালিকা তৈরিতে মনোনিবেশ করে নাসার এই বিশেষ প্রোগ্রাম।

 

সম্প্রতি, অ্যাস্টেরয়েড ২০২৪ TY21 গত ১৯ অক্টোবর পৃথিবীর পাশ দিয়ে গেছে। এটি পৃথিবী থেকে প্রায় ১.৩৫ মিলিয়ন কিলোমিটার দূরত্বে নিরাপদভাবে উড়ে গেছে। এই দূরত্বকে সাধারণত নিরাপদ বলেই মনে করেন মহাকাশ বিজ্ঞানীরা। তবে যে গ্রহাণুটি চলতি সপ্তাহের পৃথিবীর কাছ দিয়ে যাবে সেই অ্যাস্টেরয়েডের ব্যাস হতে পারে প্রায় ৪০ ফুট, যা একটি বাসের সমান। এমনটাই অনুমান করছেন বিজ্ঞানীরা।