আজকাল ওয়েবডেস্ক: চরম ব্যস্ততা থেকে সময় বের করেছিলেন। স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন নিভৃতে ঘুরতে। সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু মাঝে ঘটে গেল ভয়ানক বিপদ। আনন্দ মুহূর্তে পরিণত হল প্রবল শোকে।
নামিবিয়ার বিলাসবহুল ক্যাম্পিং করছিলেন ব্যবসায়ী এবং তাঁর স্ত্রী। তাঁবু থেকে বেরিয়ে শৌচাগারের দিকে যাচ্ছিলেন। তখনই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে সিংহ। মুহূর্তে সব শেষ। অন্যান্যরা সিংহটিকে তাড়িয়ে দিতে সক্ষম হলেও, ব্যবসায়ীকে প্রাণে বাঁচানো যায়নি।
জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর নাম বার্ন্ড কেবেল । সেসফন্টেইন এলাকার হোয়ানিব স্কেলিটন কোস্ট ক্যাম্পের কাছে স্ত্রী, বন্ধুদের সঙ্গে একান্তে ছুটি কাটাচ্ছিলেন তিনি।
সিবিএস নিউজ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিবেশ মন্ত্রণালয়ের মুখপাত্র এনডেশিপান্ডা হামুনেলা ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, ব্যবসায়ী যখন শৌচাগার ব্যবহার করার জন্য তাঁবু থেকে বেরোন, তখনই আচমকা আক্রমণ করে সিংহটি।
ঘটনাটি ঘটেছে ৩০ মে। নামিবিয়া পুলিশের মুখপাত্র, এলিফাস কুউইঙ্গা জানান, কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার বিষয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি শুরু করেছেন। যথাসময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, যে অঞ্চলে এই ঘটনাটি ঘটেছে, সেই অঞ্চলটি সিংহের বসবাসের জন্য ব্যাপকভাবে পরিচিত। ২০২৩ সালের পরিসংখ্যান অনুযায়ী, ওই অঞ্চলে প্রায় ৬০টি প্রাপ্তবয়স্ক এবং এক ডজনেরও বেশি সিংহ শাবক বসবাস করে। তবে, খরার কারণে শিকারের সংখ্যা কমে যাওয়া এবং মানুষের সাথে সংঘর্ষের কারণে সাম্প্রতিক সময়ে তাদের সংখ্যা কমছে বলে তথ্য।
