আজকাল ওয়েবডেস্ক: ঘুরতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলেন এক যুবক। সকালে ঘুম ভাঙার পর হোটেলের ঘরের জানালার পর্দা সরাতেই বাইরে চোখ যায় তাঁর। সদ্য ঘুম ভাঙা চোখে তিনি যা দেখেন, নিমেষে জ্ঞান হারিয়ে পড়ে যান। এমনকী জ্ঞান ফেরার পরেও, থরথর করে কাঁপতে থাকেন। ঘর থেকেই নাকি বেরোননি কয়েক ঘণ্টা। কী দেখেছিলেন তিনি?
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডে। যুবক সেই অভিজ্ঞতার একটি ভিডিও পোস্ট করেছেন সমাজমাধ্যমে। তিনি ভিডিওতে জানান, হোটেলের ঘর থেকে অপরূপ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার ইচ্ছে ছিল। কিন্তু পর্দা সরাতেই দেখেন, ঠিক জানলার নীচে রয়েছে একটি বিরাট সাপ। সেটি দেখার পরেই জ্ঞান হারিয়ে পড়ে যান।
খানিকক্ষণ পর জানলা খুলে আবারও দেখেন, ঘরের বাইরেই রয়েছে আরও একটি সাপ। এমনকী সেই ঘরের সামনে ঘাসের উপর আরও দু'টি সাপ ঘুরছে। সবগুলোই পাইথন। বিপুল আকারের চারটি সাপ একসঙ্গে দেখে আতঙ্কে ঘরবন্দি থাকেন যুবক। পরে হোটেলকর্মীদের জানান। যুবক জানিয়েছেন, থাইল্যান্ডে ঘুরতে এসে এমন অভিজ্ঞতা হবে তা কল্পনাতীত। জীবনের অন্যতম ভয়াবহ অভিজ্ঞতা এটি তাঁর।
প্রসঙ্গত, থাইল্যান্ডে ঘুরতে গিয়ে পাইথনের হামলার শিকার হয়েছিলেন এক বিদেশি পর্যটক। হোটেলের বাথরুমে পাইথনের হামলার শিকার হয়েছিলেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে সুস্থ হয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন।
