আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়া খুললেই হরেকরকমের খবর মেলে। কোনওটা আনন্দের, কোনওটা দুঃখের। সম্প্রতি এক ভিডিও প্রকাশ্যে এসেছে যাতে দেখা গিয়েছে, বরফে আটকে গিয়েছে এক হরিণ। শেষপর্যন্ত তাঁকে বাঁচাতে এক যুবক এগিয়ে আসেন। ভিডিওটা পোস্ট করা হয়েছে এক্স হ্যান্ডেলে।
সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, হরিণটা কোনওভাবে বরফের মধ্যে আটকে যায়। মাটিতে পুরু বরফের স্তরের মধ্যে দিয়ে চলাচল করতে পারছিল না সেটি। ছটফট করছিল সেখানে গিয়ে। হঠাৎই তাতে চোখ আটকে যায় ওই যুবকের। তিনি বরফের মধ্যে পথ তৈরি করেন। এরপর হরিণটি সেই পথ দিয়ে বনে ফিরে যায়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রচুর প্রশংসা কুড়িয়েছে। একজন বলেছেন, এইভাবে সাহায্য করার ফলে এক প্রাণীর জীবন রক্ষা পেল। অন্যদিকে আরেকজনের বক্তব্য যাঁরা এইভাবে অবলা জীবেদের সাহায্য করেন তাঁদের ঈশ্বর আশীর্বাদ করেন। অপর এক নেটিজেনের বক্তব্য কখনই হাল ছাড়বেন না। যাঁরা ভাল মানুষ তাঁরা নিশ্চয় বিপদে পথ দেখাবেন। একজন আবার জানিয়েছেন, প্রকৃতি আর মানবতার চাইতে বড়ো কোনও সত্যি নেই।
কেউ কেউ আরও এক ধাপ উপরে উঠে গিয়ে মন্তব্য করেছেন, এই বিষয়টি স্পর্শকাতর। এইভাবে বরফে আটকে যাওয়ার ঘটনা এক ভয়ঙ্কর ক্লান্তিকর অভিজ্ঞতা। সেখানে ওই যুবক যেভাবে সাহায্য করেছেন তার জন্য সত্যিই কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। প্রসঙ্গত, এই ভিডিওটি এখনও পর্যন্ত প্রায় এক মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে।
