আজকাল ওয়েবডেস্ক: পাহাড়ে অ্যাডভেঞ্চারের নেশায় একা ক্যাম্পিং করতে গিয়ে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হলেন এক তরুণী। দিনের আলোয় প্রাকৃতিক সৌন্দর্যে বিভোর হয়ে তাঁবু খাটিয়ে ছিলেন এক পাহাড়ি উপত্যকায়। রাত গভীর হতেই একটু বিশ্রাম নিতে গিয়েই ঘুমিয়ে পড়েন তিনি। কিন্তু ঠিক তখনই ঘটে যায় এমন এক ঘটনা, যা তাঁর জীবনের গল্প হয়ে থাকবে চিরকাল।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গভীর রাতে তাঁবুর সামনে ঘন কেশরের ফাঁক দিয়ে চেয়ে আছে একটি পূর্ণবয়স্ক সিংহ। এক সময় সিংহটি এগিয়ে আসে তাঁবুর একেবারে মুখে—মাত্র কয়েক ইঞ্চির ব্যবধান তরুণী ও ভয়ংকর প্রাণীর মধ্যে! ভিডিওতে দেখা যাচ্ছে, তরুণী ঘুম থেকে জেগে ওঠার পর ফিসফিস করে ক্যামেরায় বলেন, "আমি নিঃশ্বাসও নিতে পারছি না... ও খুব কাছে..."। তাঁর নিঃশব্দ আতঙ্ক স্পষ্ট হয়ে ধরা পড়ে ভিডিওর ফ্রেমে।
সিংহটি কিছুক্ষণ তাঁবুর আশেপাশে গন্ধ শুঁকে গর্জন করতে থাকে, তারপর ধীরে ধীরে ফিরে যায় অন্ধকার জঙ্গলের দিকে। গোটা ঘটনাটি ক্যামেরায় ধারণ করেছিলেন ওই তরুণী নিজেই—সেই সাহসিকতাই এখন প্রশংসিত হচ্ছে নেটদুনিয়ায়।
বন্যপ্রাণ বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘটনা বিরল হলেও অসম্ভব নয়। পাহাড়ি বা জঙ্গলে ক্যাম্পিং করার সময় আশপাশের পরিবেশ সম্পর্কে সতর্ক থাকা ভীষণ জরুরি। তাঁবু খাটানোর জায়গা বেছে নেওয়ার সময় বন্যপ্রাণীর চলাচলের রুট জানা থাকা আবশ্যক। খাবারদাবার খোলা অবস্থায় না রাখার পরামর্শও দিচ্ছেন তাঁরা।
এই ভাইরাল ভিডিও এখন কেবল একটি ঘটনা নয়, বরং পাহাড়-জঙ্গল প্রেমীদের জন্য এক জীবনদায়ী শিক্ষা। প্রকৃতি অপার রহস্যময়, কিন্তু সেই রহস্যের মধ্যে বাস করে ভয়ও—যা প্রতি পদে সতর্কতার দাবি রাখে।
