আজকাল ওয়েবডেস্ক: প্যালেস্তাইনের গাজা উপত্যকায় ইজরায়েল শুরু করেছে এক নতুন বৃহৎ সামরিক অভিযান — “অপারেশন গিডিয়নস চ্যারিয়ট”। ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) জানিয়েছে, এই অভিযানের লক্ষ্য কৌশলগত এলাকাগুলো দখল, হামাসকে পরাজিত করা এবং বন্দীদের মুক্ত করা।
শুক্রবার গাজায় ইজরায়েলি হামলায় ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে প্যালেস্তাইনের সিভিল ডিফেন্স। অন্যদিকে আইডিএফ দাবি করেছে, তারা ২৪ ঘণ্টায় ১৫০টিরও বেশি “সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে” হামলা চালিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফর শেষে যুদ্ধবিরতি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। তিনি গাজাকে “ফ্রিডম জোন” করার প্রস্তাব দিয়েছেন, তবে সফরে ইজরায়েল যাননি।
ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কৌশল অনুযায়ী, গাজার বাসিন্দাদের দক্ষিণে সরিয়ে দিয়ে হামাস নির্মূলে বড় অংশ দখলের পরিকল্পনা চলছে, যা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ও নিন্দা বাড়ছে।
এদিকে ইজরায়েলের ভেতরেই ক্ষোভ বাড়ছে। হাজার হাজার রিজার্ভ সেনা এবং বিমানবাহিনীর প্রাক্তন সদস্যরা যুদ্ধ থামিয়ে বন্দীদের মুক্তির জন্য চুক্তির আহ্বান জানিয়েছেন।
গাজায় এখন মানবিক সংকট চরমে। খাদ্য, জল, ওষুধের মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। এনজিওগুলো ইজরায়েলের অবরোধ তুলে মানবিক সহায়তা প্রবেশে আহ্বান জানিয়েছে।
