আজকাল ওয়েবডেস্ক: এবার ১৫ বছর থেকে কমিয়ে, ৯ বছরেই বিয়ে দেওয়া যাবে মেয়েদের! আইন সংশোধনের প্রস্তাব ইরাকের সংসদে।  আবদুল-করিম কাশিমের সরকার বিয়ের বয়স হিসেবে, পুরুষ-নারী দু' পক্ষের বয়স ধার্য করেছিল ১৮।

তবে জানানো হয়েছিল, নারী-পুরুষ-অভিভাভক-বিচারক সকলে সম্মত থাকলে ১৫ বছরেও বিয়ে হতে পারে। তবে সেই আইন সংসশোধনের প্রস্তাব উঠছে। ১৫ থেকে কমিয়ে মেয়েদের বিয়ের বয়স ৯ বছরে নামিয়ে আনার প্রস্তাব নিয়ে শোরগোল। একই সঙ্গে পুরুষদের বিয়ের বয়স ১৫তে নামিয়ে আনার কথা বলা হয়েছে।

মূলত  আবদুল-করিম কাশিমের সরকারের আইনের সংশোধন চাইছে শিয়া দলগুলি। তারা ১৯৫৯ সালের ব্যক্তিগত আইনের ১৮৮ নম্বর আইন সংশোধনের দাবি তুলেছে। বিয়ে কিভাবে হবে, সেই ব্যাপারেও প্রস্তাবে বলা হয়েছে, পরিবার চাইলে ধর্মীয় ভাবে কিংবা দেওয়ানি বিচার বিভাগ, কোনও একটিকে বেছে নিতে পারে।

তবে এই প্রস্তাবের কথা প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল, অনেকেই মনে করছেন, এই আইন পাশ হয়ে গেলে সমস্যায় পরবে মেয়েরা। তাদের উপর অত্যাচার বাড়ার আশঙ্কা করছেন অনেকেই। একই সঙ্গে আশঙ্কা, এই অল্প বয়সে বিয়ে হলে, দিনে দিনে সে দেশে বাড়বে স্কুলছুটের সংখ্যা। একই সঙ্গে বিবাহ বিচ্ছেদ, ভবিষ্যতে সন্তানের দেখভালের দায়িত্ব-সহ একাধিক বিষয়ে গুরুতর সমস্যা তৈরি হবে বলেও আশঙ্কা। একাধিক মানবাধিকার সংগঠন, মহিলা সংগঠন এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে। তাদের মতে, এই প্রস্তাব বিল হয়ে পাশ হয়ে গেলে, প্রমাণ করবে দেশ কিভাবে পিছিয়ে যাচ্ছে ক্রমশ।