আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সুইজারল্যান্ডের একটি ট্রেনে ১৫ জন যাত্রীকে পণবন্দি করেছিল এক যুবক। প্রায় চার ঘণ্টা পর পুলিশ ট্রেনে ঢুকে ওই যুবককে হত্যা করে পণবন্দিদের উদ্ধার করে।
ফ্রান্স সীমান্তের কাছে অবস্থিত সুইজারল্যান্ডের ভো জেলার এসার-সু-শভো শহরে ঘটনাটি ঘটেছে৷
অভিযুক্ত ৩২ বছর বয়সি এক ইরানি আশ্রয়প্রার্থী ছিলেন বলে জানা গেছে। তবে কী উদ্দেশ্যে তিনি ট্রেনের যাত্রীদের পণবন্দি করেছিলেন, তা জানায়নি পুলিশ। নিহত যুবক ধারাল অস্ত্র ধরে যাত্রীদের পণবন্দি করেছিল বলে জানা গিয়েছে।
ভো জেলার মুখপাত্র পুলিশের মুখপাত্র জ্যঁ-ক্রিস্টোফ সতুরেল বলেন, পণবন্দি ঘটনাটির সঙ্গে সন্ত্রাসবাদের সংশ্লিষ্টতার কোনও লক্ষণ দেখা যায়নি। এক বিবৃতিতে পুলিশ উল্লেখ করেছে সবাইকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।
প্রসিকিউটর জেনারেল এরিক কালটেনরিডার স্থানীয় এক টিভিকে জানিয়েছেন, প্রায় ৬০ জন পুলিশ সদস্য অভিযানে অংশ নেন।
সুইজারল্যান্ডে পণবন্দির ঘটনা বিরল৷ তবে অতীতে ব্যাঙ্ক ও ব্যবসা-প্রতিষ্ঠানে কিছু পণবন্দির ঘটনা ঘটেছে।