আজকাল ওয়েবডেস্ক: ইরান ইজরায়েল যুদ্ধের মাঝেই ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছিল আমেরিকা। নজর ছিল ইরানের প্রত্যাঘাতের দিকে। আশঙ্কা সত্যি করে ভারতীয় সময় সোমবার রাতে কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইরান। গোটা ঘটনায় নজর রয়েছে ট্রাম্পের, জানা গিয়েছিল আগেই। 

 

অপেক্ষা ছিল, আমেরিকার প্রেসিডেন্টের বক্তব্যের। ভারতীয় সময়ে মধ্যরাত পেরিয়ে গিয়েছে তখন, হামলা প্রসঙ্গে ওয়াশিংটন থেকে বিবৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট। দুটি পোস্টে যা লিখলেন, তাতে যুদ্ধ আগ্রাসন নেই, উলটে সম্পূর্ণ বিপরীত ইঙ্গিত। লিখলেন, বিশ্ব, এটা শান্তির সময়। দু' দেশকেই শান্তির দিকে এগনোর পরামর্শও দিলেন। 

 

কী বললেন ট্রাম্প

 

হোয়াইট হাউস প্রেসিডেন্টের বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে-

ইরান তাদের পারমাণবিক কেন্দ্রে হামলা এবং ধ্বংসের ব্যাপারে  যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা দুর্বল। আমেরিকা এমনটাই আশা করেছিল। ট্রাম্প জানিয়েছেন, ইরান কাতারের মার্কিন এয়ারবেসে ১৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তারমধ্যে ১৩টি ভূপাতিত করা হয়েছে অর্থাৎ প্রতিরক্ষা ব্যবস্থা নামিয়ে দিয়েছে এবং ১টি "মুক্ত" করা হয়েছে।

 

একই সঙ্গে তিনি জানিয়েছেন, 'আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, কোনও আমেরিকানের ক্ষতি হয়নি। ' সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণ অল্প বলেও জানিয়েছেন তিনি।

 

বিবৃতিতে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তারা তাদের "সিস্টেম" থেকে সবকিছু বের করে এনেছে এবং আশা করা যায়, আর কোনও ঘৃণা থাকবে না। আমি ইরানকে ধন্যবাদ জানাতে চাই আমাদের আগে থেকেই জানানোর জন্য, যার ফলে কোনও প্রাণহানি হয়নি, কেউ আহত হয়নি। সম্ভবত ইরান এখন এই অঞ্চলে শান্তি ও সম্প্রীতির দিকে এগিয়ে যেতে পারে। আমি উৎসাহের সঙ্গে ইজরায়েলকে একই কাজ করতে উৎসাহিত করব।'

বিশ্বের উদ্দেশে লিখেছেন, এটা শান্তির সময়। 

উল্লেখ্য, মার্কিন গোয়েন্দা রিপোর্টে আশঙ্কা করা হয়েছিল আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর প্রত্যুত্তর দিতে পারে ইরান। সেই রিপোর্ট প্রকাশের কিছুক্ষণের মধ্যেই হামলা চালায় আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের দেশ। সোমবার রাতে কাতারে আমেরিকায় আল উদেইদ বায়ু সেনা ঘাঁটিতে হামলা চালায় ইরান। নাম দেওয়া হয়েছে 'অপারেশন বেশারত'।

 

হামলার ঠিক আগে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এক্স-এ লিখেছিলেন, "আমরা যুদ্ধ শুরু করিনি এবং চাইওনি। কিন্তু আমরা মহান ইরানের উপর আক্রমণের কোনও উত্তর না দিয়ে ছাড়ব না।"