আজকাল ওয়েবডেস্ক: ইরানের দক্ষিণের বান্দার আব্বাস শহরের শাহিদ রাজাই বন্দর এলাকায় শনিবার এক বিশাল বিস্ফোরণে অন্তত ৫১৬ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরের কনটেইনারে আগুন লাগার ফলে এই দুর্ঘটনা ঘটে।
বিস্ফোরণের সময় ওমানে ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনার তৃতীয় দফা চলছিল। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও নির্ধারণ করা যায়নি। জানা গেছে, বিস্ফোরণটি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (IRGC) এর নৌঘাঁটির কাছাকাছি ঘটেছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (IDF) বিস্ফোরণের সঙ্গে কোনো সম্পৃক্ততা অস্বীকার করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কালো ধোঁয়া আকাশে উঠছে, এবং আশপাশের ভবন ও যানবাহনের ক্ষতি হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, দ্রুত উদ্ধারকাজ চলছে এবং আহতদের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে।
শাহিদ রাজাই বন্দর ইরানের প্রধান বাণিজ্যিক কেন্দ্রগুলোর একটি, যেখানে তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য সংরক্ষণের ব্যবস্থাও রয়েছে। তবে জাতীয় ইরানি পেট্রোলিয়াম পরিশোধন ও বিতরণ কোম্পানি (NIPRDC) জানিয়েছে, বিস্ফোরণের ফলে তেল স্থাপনাগুলোর কোনো ক্ষতি হয়নি।
এদিকে ওমানের আলোচনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ নতুন পরমাণু চুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন, যার লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের বিনিময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার।
