আজকাল ওয়েবডেস্ক: ডেডলাইন দিয়েছিলেন। ডেডলাইনের আগেই হামলা চালিয়েছেন। ইরানের তিন পরমাণু কেন্দ্রে আমেরিকা হামলা চালানোর পর, জাতির উদ্দেশে ভাষণ দেন ট্রাম্প। ভারতীয় সময় রবিবার সকাল, আমেরিকার সময়ে শনিবার রাত্রি, একের পর এক বড় বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

 

কী কী বললেন-

ট্রাম্প বললেন, আমেরিকার ইরানে হামলা একটি অসাধারণ সামরিক সাফল্য।

কড়া বার্তা ইরানকে। বললেন, যদি দ্রুত শান্তি না আসে, তাহলে ফের একাধিক জায়গায় হামলা চালাবে আমেরিকা।

বললেন, হয় শান্তি আসবে, অন্যথা গত আটদিনের যে যুদ্ধপরিস্থিতি দেখেছে বিশ্ব, তার থেকেও ভয়াবহ ট্র্যাজেডি নেমে আসবে। ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের। জানিয়ে দিলেন, শান্তি না এলে, অন্যান্য 'টার্গেট'-এ হামলা চালাবে আমেরিকা।

মধ্য-প্রাচ্যকে বড় বার্তা। মার্কিন প্রেসিডেন্ট বললেন- '৪০ বছর ধরে ইরান বলে আসছে, আমেরিকার মৃত্যু, ইজরায়েলের মৃত্যু। তারা আমাদের জনগণকে হত্যা করছে। বোমা মেরে হাত-পা উড়িয়ে দিচ্ছে। এটাই ছিল তাদের বিশেষত্ব। আমরা এক হাজারেরও বেশি মানুষকে হারিয়েছি এবং মধ্যপ্রাচ্য এবং বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে। বিশেষ করে জেনারেল কাসেম সোলেইমানির হাতে বহু মানুষ নিহত হয়েছেন। আমি অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি এটা হতে দেব না। এসব আর চলবে না।'

 

জাতির উদ্দেশে ভাষণে নেতানিয়াহুর প্রশংসা করেছেন ট্রাম্প। সরসরি জানিয়েছেন, তাঁরা একটি 'টিম' হিসেবে কাজ করেছেন, হয়ট আগে কেউ কখনও এতটা সংঘবদ্ধ হয়ে কাজ করেনি। উল্লেখ্য, আমেরিকা ইরানে হামলা চালানোর পর, ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহুও।