আজকাল ওয়েবডেস্ক: ২৬ ফুটের পাইথন, গিলে ফেলল ৬৩ বছরের বৃদ্ধকে। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের ঘটনায় তোলপাড়। 

ইন্দোনেশিয়ার মাজাপাহিত দ্বীপে আচমকা স্থানীয়রা ওই পাইথনের পেট অস্বাভাবিক ফুলে থাকতে দেখেই সন্দেহ করেন। তারপরেই পেট কাটা হয় পাইথনের। আর পেট কাটতেই একেবারে তাজ্জব সকলে। 

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (বিপিবিডি) জরুরি ও সরবরাহ বিভাগের প্রধান লা ওডে রিসাল জানিয়েছেন, শুক্রবার সকালে ৬৩ বছরের ওই কৃষক তাঁর ক্ষেতে গিয়েছিলেন অন্যান্য দিনের মতোই। কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি। সময় পেরিয়ে যাওয়ার পরেও না ফেরায় উদ্বেগ বাড়ে পরিবারে।

 রাতের বেলাতেও তিনি বাড়ি না ফেরায়, তাঁর পরিবার গ্রামবাসীদের জানান ঘটনা। সকলে মিলে শুরু করেন খোঁজ। মাঠের কাছে দেখতে পান ওই কৃষকের মোটরসাইকেল।  আর আচমকাই তার অদূরে দেখা মেলে ওই পাইথনের, যার পেট অস্বাভাবিক ফোলা।

দৃশ্য দেখেই সন্দেহ জাগে স্থানীয়দের মনে। তড়িঘড়ি তাঁরা সিদ্ধান্ত নেন পাইথনকে মেরে তার পেট কাটার। যেমন ভাবা তেমন কাজ। কিন্তু পেট কাটতেই তাজ্জব সকলে।

সন্দেহই ঠিক। পাইথনের পেটে খোঁজ না মেলা ওই কৃষকের দেহ উদ্ধার করেন স্থানীয়রা। ওই অধিকর্তা জানিয়েছেন, বর্ষাকালে প্রয়াশই ওই অঞ্চলে পাইথন লোকালয়ে এসে গৃহপালিত প্রাণীদের খেয়ে ফেলে। কিন্তু একজন মানুষকে গিলে ফেলার ঘটনা এই প্রথম।

গ্রাম নিরাপত্তা কর্মকর্তা সের্তু দিরমান ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় মৃতদেহটি তাৎক্ষণিকভাবে কৃষকের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। স্বাভাবিক ভাবেই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ওই নির্দিষ্ট অঞ্চলের ক্রমবর্ধমান সাপের সংখ্যা নিয়ে পর্যবেক্ষণ চলবে বলেও জানা গিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে।