আজকাল ওয়েবডেস্ক: সমকামী সম্পর্কে জড়িয়ে সঙ্গমে লিপ্ত হয়েছিলেন। সেই অভিযোগে মঙ্গলবার ইন্দোনেশিয়ার রক্ষণশীল প্রদেশ আচেহ-এ দুই পুরুষকে প্রকাশ্যে ৭৬ বার করে বেত্রাঘাত করা হয়েছে। একটি ইসলামী শরিয়া আদালত ওই দুই ব্যক্তিকে ‘সমকামী সম্পর্কের জন্য দোষী’ বলে রায় দিয়েছে। 

আচেহ প্রদেশে সমকামী যৌনতা নিষিদ্ধ, কারণ সেখানে কঠোর শরিয়া আইন, একটি ইসলামী আইনি কোড রয়েছে। তবে, বিশ্বের সর্বাধিক জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ার বেশিরভাগ অংশে সমকামী যৌনতা অবৈধ নয়। ইন্দোনেশিয়ার জাতীয় ফৌজদারি আইন সমকামিতা নিয়ন্ত্রণ করে না, তবে কেন্দ্রীয় সরকার আচেহতে শরিয়া আইন বাতিল করতে পারে না।

২০১৫ সালে আচেহ তার ইসলামিক উপ-আইন এবং ফৌজদারি কোড সম্প্রসারণ করে, শরিয়া আইন অমুসলিমদের জন্য চালু করা হয়। যারা কি না প্রদেশের জনসংখ্যার প্রায় এক শতাংশ।

এএফপি এক প্রতিবেদনে জানা গিয়েছে, প্রাদেশিক রাজধানী বান্দা আচেহর একটি পার্কে বিভিন্ন অপরাধের অভিযোগে প্রকাশ্যে বেত্রাঘাত করা আরও ১০ জনের মধ্যে এই দুই পুরুষও ছিলেন। এএফপি আরও জানিয়েছে, অল্প সংখ্যক জনতা যখন দেখছিল, তখন এই দম্পতিকে আলাদাভাবে বেতের লাঠি দিয়ে বেত্রাঘাত করা হয়েছিল। মঙ্গলবার বাকি আটজনকে ব্যভিচার এবং জুয়া খেলার জন্য প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়েছে।

আরও পড়ুন: স্বামী আর আদর করে না, তাঁকে কাছে পেতে নাতির টিউশনের টাকা দিয়ে যা করলেন ঠাকুমা

বান্দা আচেহ শরিয়া পুলিশের আইন প্রয়োগকারী সংস্থার প্রধান রোসলিনা এ. জালিল সংবাদ সংস্থাকে জানিয়েছেন, এপ্রিল মাসে একই পার্কে দুই ব্যক্তিকে একসঙ্গে দেখতে পাওয়া গিয়েছিল। প্রথমে তাঁদের ৮০টি করে বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছিল। কিন্তু চার মাস আটক থাকার কারণে তাদের প্রাথমিক শাস্তি ৮০টি বেত্রাঘাত থেকে চারটি কমিয়ে ৭৬টি করা হয়।

অ্যাসোসিয়েটেড প্রেসের একটি পৃথক প্রতিবেদনে বলা হয়েছে যে ইসলামিক ধর্মীয় পুলিশ জানিয়েছে যে তারা তাদের পাবলিক পার্কের একটি বাথরুমে আলিঙ্গন এবং চুম্বনের যৌন কার্যকলাপে জড়িত থাকার সময় আটক করা হয়েছে। যা আদালত শরীয় আইনবিরুদ্ধ বলে মনে করেছে। 

এপ্রিল মাসে বান্দা আচেহর তামান সারি সিটি পার্ক থেকে এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, যখন বাসিন্দারা পুলিশ টহলরত পুলিশকে জানান যে তাঁরা একই পার্কের বাথরুমে পুরুষদের প্রবেশ করতে দেখেছেন। পুলিশ তাঁদের চুম্বন এবং আলিঙ্গন করতে দেখেছে। আদালতের রেকর্ড অনুযায়ী, পার্কে দেখা করার আগে, এই দম্পতি একটি অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে যোগাযোগ করেছিলেন।

আচেহ প্রদেশে সমকামী যৌনতা এবং অবিবাহিতদের মধ্যে যৌন সম্পর্ক সহ নৈতিক অপরাধের জন্য ১০০টি পর্যন্ত বেত্রাঘাতের শাস্তির নিদান রয়েছে। জুয়া, মদ্যপান, আঁটসাঁট পোশাক পরা মহিলা এবং শুক্রবারের নামাজে যোগদান না করা পুরুষদের জন্যও বেত্রাঘাতের শাস্তি রয়েছে।

২০০৬ সালে প্রদেশটিতে ইসলামী আইন কার্যকর করার এবং ধর্মীয় পুলিশ ও আদালত ব্যবস্থা প্রতিষ্ঠার পর থেকে সমকামিতা সম্পর্কিত মামলায় এর আগে চারটি বেত্রাঘাত করা হয়েছে। দীর্ঘদিন ধরে চলতে থাকা বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহের অবসান ঘটাতে জাতীয় সরকারের পক্ষ থেকে এই নিয়মে পরিবর্তন আনা হয়েছিল।