আজকাল ওয়েবডেস্ক: একেই বলে বাঘের খেলা। তার সঙ্গে বেশি কায়দা করতে গেলেই একেবারে সর্বনাশ। যতই তাকে পোষ মানানো হোক না কেন বেশি ওস্তাদি করতে গেলেই একেবার নিজের জীবনকে বাজি রাখতে হবে। সেখা যে কেউ হোক না কেন। 


বাঘের রাজ্যে ঘুরতে গিয়েছিলেন এক ভারতীয় পর্যটক। সেখানে গিয়ে তিনি দিব্যি বাঘের সঙ্গে হাটছিলেন। যেন বাঘটি তার পোষা কুকুর। তবে কুকুর ভেবে যে ভুলটি তিনি করলেন তার জন্য তাকে বিরাট মাশুল গুনতে হল। 


পর্যটক এটা ভুলে গিয়েছিলেন তার সামনে রয়েছে একটি আস্ত বাঘ। কোনও কুকুর নয়। থাইল্যান্ডে গিয়ে যে ভয়ঙ্কর অভিজ্ঞতা হল ওই পর্যটকের তার ছবি দেখে শিউরে উঠেছে আট থেকে আশি সকলেই। 


ভিডিওটিতে দেখা গিয়েছে দিব্যি বাঘের সঙ্গে হাটছিলেন তিনি। সেখানে বিশেষ সমস্যা ছিল না। বাঘের গলায় থাকা শিকল তাকে খানিকটা হলেও সামলে রেখেছিল। তবে এরপরই কাল হল। হঠাৎ করে বাঘের সঙ্গে সেলফি তোলার খেয়াল তার মাথায় আসে। এই কাজে মোটে রাজি ছিল না বাঘটি। তাকে খানিক লাঠির ঘা দেওয়া হয়। ব্যাস, সঙ্গে সঙ্গেই ঝাঁপিয়ে পড়ে নিজের খেলা দেখিয়ে দেয় বাঘটি।

?ref_src=twsrc%5Etfw">May 29, 2025

 


তবে সুখের কথা হল ওই বাঘটি ছোটো থাকায় মানুষটির বেশি ক্ষতি হয়নি। তবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ধরণের পশুদের কাছে যাওয়ার আগে যে প্রোটোকলগুলি মেনে চলতে হয় সেটি মানা হয়নি। ফলে যা হওয়ার তাই হয়েছে।


একজন নিজের মন্তব্যে লিখেছেন, পশুদের দূর থেকে দেখা এবং কাছে গিয়ে দেখার মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। তাদের কাছ থেকে কোনও ভাল ব্যবহার আশা না করাই ভাল।


অন্য আরেকজন লিখেছেন, এই ধরণের ঘটনা মৃত্যু পর্যন্ত ডেকে নিয়ে আসতে পারে। সেলফি তোলার এমন নেশায় না মজাই ভাল।