আজকাল ওয়েবডেস্ক: ফিলাডেলফিয়া থেকে মিয়ামিগামী বিমান মাঝ আকাশে তখন। তার মাঝেই আচমকা বিপত্তি। বাকি যাত্রীরা হাঁ করে দেখছেন, এক যাত্রী খামচে ধরেছেন অন্য যাত্রীকে। মুহূর্তেই চেপে ধরলেন গলা। শ্বাসরোধ হয়ে মৃত্যুর উপক্রম একেবারে। নিজেকে বাঁচাতে পালটা হাত চালান অপর যাত্রীও। বাকিরা তখন রে রে করে উঠেছেন। থামতে বলছেন। এভাবেই আকাশে উড়ছেন তাঁরা। ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত যুবককে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে।

ঘটনা ৩০ জুনের। ইতিমধ্যে ওই মারামারির মুহূর্তের একটি ভিডিও ভাইরাল রীতিমতো। ভিডিওতে দেখা গিয়েছে ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের একটি বিমানে নিউইয়র্কের বাসিন্দা ২১ বছর বয়সী ঈশান শর্মা এবং কিয়ানু ইভান্স মারামারিতে লিপ্ত। দু’ জনে একে অপরের ঘাড় ধরে টেনে আঘাতের চেষ্টা চালাচ্ছে। 

ঘটনা প্রসঙ্গে ইভান্স জানিয়েছেন, কোনওরকম উস্কানি ছাড়াই এই হামলা চালানো হয় তাঁর উপর। স্থানীয় এক সংবাদসংস্থায় তিনি আরও জানান, পাশে বসে ওই যুবক ক্রমাগত হাহা-হিহি হাসি হাসছিলেন, আর বলছিলেন, ‘আমাকে চ্যালেঞ্জ করলে, মরতে হবে।’ আচমকাই তাঁর উপর হামলা চালানো হয় বলে জানিয়েছেন তিনি। মিয়ামি বিমানবন্দরে বিমান নামার পরেই, ঈশানকে আটক করা হয়েছে।