আজকাল ওয়েবডেস্ক: আমেরিকার দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের। অভিযুক্ত, ২১ বছরের এক ভারতীয় যুবক জশনপ্রীত সিং। অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করেছিলেন। স্থানীয় পুলিশ বলছে, মাদকাসক্ত অবস্থায় ট্রাক চালানোর সময়ই এই দুর্ঘটনা ঘটিয়েছেন জশপ্রীত।

খবর অনুযায়ী, ঘটনাটি ঘটেছে সান বার্নার্ডিনো কাউন্টির এক ব্যস্ত ফ্রিওয়েতে। জশনপ্রীতের চালানো ট্রাকটি ধীরগতির ট্র্যাফিকের মধ্যে প্রবল গতিতে ঢুকে পড়ে একটি এসইউভি গাড়িকে পিষে দেয়। ঘটনাস্থলেই নিহত হন তিনজন। আহত হয়েছেন আরও কয়েকজন, যাঁদের মধ্যে রয়েছেন জশনপ্রীত নিজে। আরও এক মিস্ত্রির অবস্থাও আশঙ্কাজনক। এই ব্যক্তি দুর্ঘটনার সময় রাস্তার ধারে গাড়ির টায়ার বদল করছিলেন।

?ref_src=twsrc%5Etfw">October 23, 2025

দুর্ঘটনার সম্পূর্ণ দৃশ্য ধরা পড়েছে ট্রাকের ড্যাশক্যামের ভিডিওতে। ফক্স নিউজের প্রতিবেদন অনুসারে পুলিশ সূত্রে জানা গিয়েছে, জশনপ্রীত দুর্ঘটনার আগে ব্রেকও চাপেননি। পরবর্তী মেডিক্যাল পরীক্ষায় প্রমাণিত হয়, তিনি মাদকাসক্ত অবস্থাতেই ট্রাক চালাচ্ছিলেন। ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল অফিসার রদ্রিগো হিমেনেজ বলেছেন, "হাসপাতালে চিকিৎসার পর যখন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়, তখনই নিশ্চিত হওয়া যায় যে তিনি নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন।"

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর সূত্রে খবর, জশনপ্রীতের কোনও বৈধ নথি নেই। ২০২২ সালে তিনি আমেরিকার দক্ষিণ সীমান্ত পেরিয়ে প্রবেশ করেন। ক্যালিফোর্নিয়ার এল সেন্ট্রো এলাকায় বর্ডার প্যাট্রোলের হাতে ধরা পড়লেও, 'অল্টারনেটিভস টু ডিটেনশন' নীতির আওতায় তাঁকে পরে ছেড়ে দেওয়া হয়। তাঁর নামে এখন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট একটি ইমিগ্রেশন ডিটেইনার জারি করেছে।

ঘটনাটি ঘিরে ফের প্রশ্ন উঠছে মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ট্রাক চালানোর সুযোগ পাওয়া নিয়ে। কারণ এর আগেও, চলতি বছরের আগস্টে ফ্লোরিডার ফোর্ট পিয়ার্সে আরেক ভারতীয় অভিবাসী, হরজিন্দর সিং, একইভাবে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনার জন্য অভিযুক্ত হন, যাতে নিহত হয়েছিলেন তিনজন।

একাধিক প্রাণঘাতী দুর্ঘটনাই ইঙ্গিত দিচ্ছে, সীমান্ত দিয়ে প্রবেশ করা অবৈধ অভিবাসীদের ট্রাক চালকের চাকরি দেওয়ার নিয়মে বড়সড় ফাঁক থেকে যাচ্ছে। ফলে গত আগস্টে, মার্কিন সরকার বাণিজ্যিক ট্রাক চালকদের জন্য কর্মী ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ করে দেয়। সিবিএস নিউজ অনুসারে, বিদেশ দপ্তরের একজন মুখপাত্র ব্যাখ্যা করেছেন যে, মার্কিন ভিসার জন্য আবেদনকারীদের যোগ্যতা মূল্যায়নের জন্য ব্যবহৃত স্ক্রিনিং এবং যাচাই পদ্ধতির "একটি বিস্তৃত এবং পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা"র জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন-  শত্রুর ঘুম উড়বে! ৭৯ হাজার কোটি টাকার যুদ্ধাস্ত্র কিনছে ভারতীয় সশস্ত্র বাহিনী