আজকাল ওয়েবডেস্ক: বারবার বিশেষজ্ঞরা নিদান দিচ্ছেন। এখনই মানুষ সচেতন না হলে, বড় বিপদ। ঘনিয়ে আসতে পারে বিপদ। অবশ্যই অন্যতম কারণ, মানুষের যথেচ্ছাচার। বনাঞ্চল কেটে ঘর, বাড়ি, শহর বানানোর তাগিদই সমস্যা বাড়াবে বলেই মত বিশেষজ্ঞদের।
সম্প্রতি একটি রিপোর্টের তথ্য, যদি পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায় ২ ডিগ্রি, তাহলেই হয়ে যেতে পারে বড় সমস্যা। ওই গবেষণায় দাবি করা হয়েছে, যদি পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা দু’ ডিগ্রি বেড়ে যায়, তাহলে বিশ্বের প্রায় দু’ বিলিয়ন মানুষের গুরুত্বপূর্ণ জলের উৎস হিন্দুকুশ হিমালয়ের ৭৫ শতাংশ পর্যন্ত বরফ
এই শতাব্দীর শেষ দিকেই গলে যেতে পারে।
এই প্রসঙ্গে আবশ্যই মনে রাখা জরুরি, হিন্দুকুশ পর্বতমালার হিমবাহগুলি একাধিক নদীর উৎস। সাম্প্রতিক গবেষণাউ উঠে আসা তথ্য, বিশ্ব যদি তাপমাত্রা বৃদ্ধিকে প্রাক-শিল্প স্তরের চেয়ে অন্তত দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারে, তাহলে হিমালয় এবং ককেশাস পর্বতমালার প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ হিমবাহ বরফ সংরক্ষণ করা যেতে পারে। কিন্তু যদি তা না হয়, উলটে যদি বিশ্বব্যাপী তাপমাত্রা ২.৭ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, তবে বিশ্বের হিমবাহ বরফের মাত্র এক-চতুর্থাংশ অবশিষ্ট থাকবে।
গবেষণায় বলা হয়েছে যে মানব সম্প্রদায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হিমবাহ অঞ্চল, যেমন ইউরোপীয় আল্পস, পশ্চিম উত্তর আমেরিকা এবং কানাডার পর্বতমালা এবং আইসল্যান্ড, বিশেষ করে তীব্র ক্ষতির সম্মুখীন হবে। বিশ্বব্যাপী তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে, এই অঞ্চলগুলিতে ব্যাপক হারে গলতে পারে বরফ। যেখানে ২০২০ সালের বরফের স্তরের মাত্র ১০-১৫ শতাংশ অবশিষ্ট থাকবে।
