আজকাল ওয়েবডেস্ক: ১৭৪বছরে এমন ঝড় দেখা যায়নি। শতাব্দীর সব রেকর্ড ভেঙে ক্যাটাগরি-৫ হারিকেনের আঘাত, আর তার প্রভাবেই এক প্রকার তছনছ জামাইকা। বুধবার কিউবাতে আছড়ে পড়ে ভয়াবহ এই ঝড়। ইতিমধ্যে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত বহু। বিধ্বস্থ বিস্তীর্ণ এলাকা। জামাইকার প্রধানমন্ত্রী ইতিমধ্যেই 'ডিজাস্টার এরিয়া' অর্থাৎ 'দুর্যোগপূর্ণ এলাকা' বলে ঘোষণা করেছেন দেশকে।  

?ref_src=twsrc%5Etfw">October 29, 2025

১৭৪ বছর আগে, আঘাত হেনেছিল এই ধরনের ভয়াবহ হারিকেন। একশ বছর পেরিয়ে গেলেও, ওই ঝড়ের ভয়াবহতার রেকর্ড ভাঙতে পারেনি কোনও ঝড়। ২০২৫-এ শতাব্দীর ভয়াবহ ঝড়, হারিকেন মেলিসা আঘাত হেনেছে কিউবায়। দক্ষিণ-পশ্চিম জ্যামাইকার সেন্ট এলিজাবেথের প্যারিশ জলের তলায়। পশ্চিম জামাইকার ব্ল্যাক রিভার অঞ্চলে একাধিক পরিবার ভূমিধসের কারণে আটকে পড়েছে। কিন্তু পরিস্থিতি অত্যন্ত প্রতিকূল হওয়ায়, উদ্ধারকারীরা তাঁদের উদ্ধার করতে পারেননি, প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য তেমনটাই। 

আন্তর্জাতিক সংবাদসংস্থা সূত্রে খবর, সরকার ত্রাণের জন্য অনুদান সংগ্রহের লক্ষ্যে ওয়েবসাইট চালু করেছে। এটি জনসাধারণকে একই ধরণের অনুদানের জন্য অন্য কোনও সংস্থার কাছ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহায্যের বার্তা দিয়েছেন। জানিয়েছেন, আমেরিকা নজর রাখছে জামাইকার উপর, প্রয়োজনে সমস্ত রকম সয়াহতার জন্য প্রস্তুত আমেরিকা। 

আরও পড়ুন: ‘পাকিস্তানে সন্ত্রাস ছড়াতে নয়াদিল্লির পুতুল হয়ে কাজ করছে কাবুল’, শান্তি বৈঠক ভেস্তে যেতেই হাওয়ায় কথা ছুঁড়ছেন খোয়াজা

পরিস্থিতি বুঝে, মঙ্গলবারেই দক্ষিণ ও উপকূলবর্তী অঞ্চলের হাজার হাজার মানুষকে অবশ্যকীয় সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জামাইকা জুড়ে প্রায় ৮০০টিরও বেশি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। হারিকেন আছড়ে পড়ার আগেই বিশ্ব আবহাওয়া সংস্থার ঘূর্ণিঝড় বিশেষজ্ঞ অ্যান-ক্লেয়ার ফন্টান জেনেভা থেকে বলেছিলেন, “এটি জামাইকার জন্য এক বিপর্যয়কর পরিস্থিতি হতে চলেছে। নিশ্চিতভাবেই এটি শতাব্দীর সেরা ঝড়।” বুধবার দেখা গেল, আশঙ্কা সত্যি করেছে ভয়াবহ ঝড়। তছনছ চতুর্দিক।

 

আন্তর্জাতিক রেড ক্রস অনুমান করছে, জামাইকায় প্রায় ১৫ লক্ষ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন। জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস সোমবার দক্ষিণাঞ্চল ও পোর্ট রয়াল-সহ উপকূলীয় এলাকাগুলিতে বাধ্যতামূলক সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। তিনি সতর্ক করে বলেন, “এই অঞ্চলের কোনও কাঠামোই ক্যাটাগরি ৫ হারিকেনের ধাক্কা সহ্য করতে পারবে না।”

 

মঙ্গলবারেই জানা গিয়েছিল, অধিকাংশ স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, গাছ উপড়ে পড়ছে, রাস্তা জলমগ্ন। আবহাওয়াবিদদের মতে, জামাইকা আরও কয়েক দিন প্রবল বাতাস ও বন্যার কবলে থাকবে, এরপর ধীরে ধীরে ঝড়টি দুর্বল হয়ে কিউবায় প্রবেশ করবে। বিশেষজ্ঞদের মতে, হারিকেন মেলিসা শুধু জামাইকার নয়, গোটা ক্যারিবিয়ান অঞ্চলের জন্যই এক ঐতিহাসিক বিপর্যয় হয়ে উঠতে পারে। বুধবারে জানা গেল, ভয়াবহ পরিস্থিতি জামাইকার। প্রধানমন্ত্রী দুর্যোগপূর্ণ এলাকা বলে ঘোষণা করেছে দেশকে।