আজকাল ওয়েবডেস্ক: না আছে টেবিল-চেয়ার, না আছে বিরাট থিম, না আছে ওয়েটার। ছোট্ট এই ক্যাফের মূল আকর্ষণ ছোট্ট একটা গর্ত। যার টানে প্রতিদিন এখানে ছুটে যান লক্ষ লক্ষ মানুষ। এই ছিদ্র দেখতে হলে যেতে হবে কুয়ালালামপুর শহরে। কুয়ালালামপুর এমনই এক শহর, যা বারবার বিশ্বকে নতুন চমক দিয়ে থাকে। কখনও চোখ ধাঁধানো আকাশছোঁয়া অট্টালিকার পাশ দিয়ে হাঁটছেন, তো কখনও শতাব্দী প্রাচীন এক মন্দিরের সামনে দাঁড়িয়ে আছেন। আধুনিকতা আর ঐতিহ্যের এক অদ্ভুত মেলবন্ধন যেন এই শহরে মিশে আছে। তবে সম্প্রতি এই শহর শিরোনামে উঠে এসেছে সম্পূর্ণ ভিন্ন এক কারণে। কুয়ালালামপুরে এক ভিন্নধর্মী কফিশপ ইন্টারনেটে ভাইরাল হয়ে পড়েছে। এই ভিডিওতে দেখা গিয়েছে, একটি গোলাপি রঙের ছোট্ট দেওয়ালে খোলা একটি গর্ত। সেটাই নাকি গোটা ক্যাফে। অবাক হচ্ছেন? হ্যাঁ, ঠিকই পড়েছেন। এই অনন্য ক্যাফের নাম জ্যাম্বু ক্যাফে।
চার দেওয়ালের মাঝে ছোট্ট এই ছিদ্রর টানে ছোটেন কোটি কোটি মানুষ, জানেন এই ভাইরাল ক্যাফের কথা?
ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, রাস্তায় দাঁড়ানো এক ব্যক্তি একেবারেই সাধারণ দেখতে একটি দেওয়ালের সামনে উপস্থিত। না কোনও সাইনবোর্ড, না কোনও টেবিল-চেয়ার—কিছুই নেই। দেওয়ালে ঝোলানো একটি ছোট্ট ঘণ্টা বাজাতেই হঠাৎ একটি হাত বেরিয়ে আসে, টাকা নিয়ে সযত্নে পানীয় এগিয়ে দেয় ছোট্ট সেই গর্ত দিয়ে। ব্যস, এটাই পুরো ব্যবস্থা। কোনও বাড়তি আয়োজন নেই, নেই বাড়াবাড়ি সাজসজ্জা—সত্যিকারের এক ‘হোল-ইন-দ্য-ওয়াল’ ক্যাফে। এই অদ্ভুত আর সরল সেটআপই জ্যাম্বু ক্যাফেকে করে তুলেছে নেটদুনিয়ার নতুন সেনসেশন। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘আক্ষরিক অর্থেই কুয়ালালামপুরের একটি হোল-ইন-দ্য-ওয়াল ক্যাফে, যেখানে দারুণ ফ্রেশ ও রিফ্রেশিং ড্রিঙ্কস পাওয়া যায়। গরম দিনে শরীর ঠান্ডা করার জন্য একেবারে পারফেক্ট।’ সত্যিই, অভিজ্ঞতার খাতিরে হলেও এই ক্যাফেতে ঢুঁ মারতে মন চাইবেই!
