আজকাল ওয়েবডেস্ক: না আছে টেবিল-চেয়ার, না আছে বিরাট থিম, না আছে ওয়েটার। ছোট্ট এই ক্যাফের মূল আকর্ষণ ছোট্ট একটা গর্ত। যার টানে প্রতিদিন এখানে ছুটে যান লক্ষ লক্ষ মানুষ। এই ছিদ্র দেখতে হলে যেতে হবে কুয়ালালামপুর শহরে। কুয়ালালামপুর এমনই এক শহর, যা বারবার বিশ্বকে নতুন চমক দিয়ে থাকে। কখনও চোখ ধাঁধানো আকাশছোঁয়া অট্টালিকার পাশ দিয়ে হাঁটছেন, তো কখনও শতাব্দী প্রাচীন এক মন্দিরের সামনে দাঁড়িয়ে আছেন। আধুনিকতা আর ঐতিহ্যের এক অদ্ভুত মেলবন্ধন যেন এই শহরে মিশে আছে। তবে সম্প্রতি এই শহর শিরোনামে উঠে এসেছে সম্পূর্ণ ভিন্ন এক কারণে। কুয়ালালামপুরে এক ভিন্নধর্মী কফিশপ ইন্টারনেটে ভাইরাল হয়ে পড়েছে। এই ভিডিওতে দেখা গিয়েছে, একটি গোলাপি রঙের ছোট্ট দেওয়ালে খোলা একটি গর্ত। সেটাই নাকি গোটা ক্যাফে। অবাক হচ্ছেন? হ্যাঁ, ঠিকই পড়েছেন। এই অনন্য ক্যাফের নাম জ্যাম্বু ক্যাফে।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Bhavin Taylor (@bhav1ntaylor)