আজকাল ওয়েবডেস্ক: গুগুল মানেই হল নতুন কিছু করে দেখা। প্রতিসময় ধরে তারা সেই কাজটি করে চলেছে। কোটি কোটি মানুষের সব ধরণের চাহিদা মিটিয়ে চলেছে গুগুল।
 
 এতদিন ধরে সকলের ফোনে ছিল গুগুল অ্যাসিসটেন্ট। এরফলে যদি কোনও কিছু জানার থাকে তাহলে সেখানে সেটি বলে দিলেই অতি সহজে সেটা সামনে চলে আসবে। তবে এবার সেই ধারণা থেকে বেরিয়ে এল গুগুল। ২০২৫ সাল থেকেই গুগুল অ্যাসিসটেন্ট চিরতরে বিদায় নেবে। তার জায়গা নিয়ে নেবে জেমিনি।
 
 ২০১৬ সাল থেকে চালু হয়েছিল গুগুল অ্যাসিসটেন্ট। তারপর থেকে সে মানুষের চাহিদা মিটিয়ে আসছে। এবার তার জায়গা নিয়ে নেবে জেমিনি। প্রতিটি স্মার্টফোনে নিজের জায়গ করে নেবে জেমিনি। গুগুলের পক্ষ থেকে বলা হয়েছে জেমিনি একেবারে এআই দিয়ে তৈরি করা হয়েছে। এটি ফোনে থাকতে তা মানুষকে নতুন সুবিধা দেবে। তাই তারা জেমিনিকে নিয়ে আসছেন।
 
 তবে মজার কথা হল যাদের পুরনো স্মার্টফোন রয়েছে তারা কিন্তু জেমিনিকে পাবেন না। তাদের ফোনে সেই পুরনো ব্যবস্থাই চলতে থাকবে। গুগুল জানিয়েছে যেভাবে তারা বিগত বহু বছর ধরে সকলের জন্য নতুন কিছু করেছে এবারও তার ব্যতিক্রম হবে না। জেমিনিতে যে নতুন ফিচার থাকবে তা নতুন কেনা সমস্ত স্মার্টফোনেই থাকবে। 
 
 জেমিনি থাকবে স্যামসং, ওয়ান প্লাস, মটোরোলার নতুন সবকটি মডেলে। এটি একটি উন্নত এআই। এর থেকে গ্রাহকরা অতি দ্রুত নিজেদের নানা ধরণের চাহিদা পূরণ করতে পারবেন। 
 
 আসলে বহুদিন আগেই জেমিনিকে নিয়ে এসেছে গুগুল। তবে তাকে কীভাবে দ্রুত সকলের কাছে নিয়ে যাওয়া যায় সেবিষয়ে তারা চিন্তাভাবনা করছিলেন। এবার যদি প্রতিটি নতুন ফোনে তাদের কাজ চলতে থাকে তাহলে পৃথিবীর বিভিন্ন দেশে জনপ্রিয়তা অর্জন করবে জেমিনি। 
 
 জেমিনি নিজে এমন একটি এআই যাতে যেকোনও ধরণের চাহিদা মিটতে পারে। এটিকে গুগুল সেভাবেই তৈরি করেছে। সেখান থেকে দেখতে হলে জেমিনিকে নিয়ে মানুষের নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। 
