আজকাল ওয়েবডেস্ক: সীমান্তে যুদ্ধের আবহেই পাক গৃহযুদ্ধে জ্বলছে পাকিস্তান। অশান্ত বালুচিস্তান প্রদেশের বোলানে আইডি বিস্ফোরণে কমপক্ষে হত পাঁচ পাক সেনা। নিহতদের মধ্যে একজন সেনা অফিসার রয়েছেন বলেও জানা গিয়েছে। 

আহতদের নিকটবর্তী একটি সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এখনও পর্যন্ত কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি, তবে এই এলাকাটিতে এর আগেও একাধিকবার জঙ্গি কার্যকলাপ হয়েছে।  

বোলানে সেনাবাহিনীর গাড়ি টহল দেওয়ার সময়েই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে গাড়িটি ভস্মীভূত হয়ে যায়।

পাকিস্তান্ সেনা দীর্ঘদিন ধরে বালুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহের সঙ্গে লড়াই করছে। এই এলাকায় বিচ্ছিন্নবাদী গোষ্ঠীগুলি নিয়মিত নিরাপত্তা বাহিনীকে আক্রমণ করে। তারা ইরান ও আফগানিস্তানের সীমান্তবর্তী সম্পদ সমৃদ্ধ প্রদেশের স্থানীয়দের পাশে রাখতে পাকিস্তানি রাষ্ট্র দ্বিখণ্ডিত করার চেষ্টা করে চলেছে।  

এই অঞ্চলের সবচেয়ে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন হল বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)।

এই গোষ্ঠীগুলি বারবার বিদেশি বিনিয়োগে গড়ে ওঠা পরিকাঠামো এবং জ্বালানি প্রকল্পগুলিকে লক্ষ্যবস্তু করেছে। বিশেষ করে তাদের নিশানায় চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি)।