আজকাল ওয়েবডেস্ক: এ যেন মেলা বসেছে। ইসোয়াতিনির রাজা মসোয়াতি তৃতীয়ের আবুধাবিতে আগমনের একটি পুরনো ভিডিও আফ্রিকান রাজার অসাধারন জীবনযাত্রার প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। জুলাই মাসে প্রথম প্রকাশিত এই ভিডিওটিতে আবুধাবি বিমানবন্দরে রাজার একাধিক স্ত্রী এবং বিশাল সফরসঙ্গীর বহর দেখানো হয়েছে।
ফুটেজে দেখা যাচ্ছে, রাজা ঐতিহ্যবাহী পোশাক পরে একটি ব্যক্তিগত বিমান থেকে নেমে আসছেন। মার্জিত পোশাক পরা একদল মহিলা তাঁর পিছু পিছু আসছেন। ক্লিপের উপরে লেখা আছে, “সোয়াজিল্যান্ডের রাজা ১৫ জন স্ত্রী এবং ১০০ জন ভৃত্য নিয়ে আবুধাবিতে এসে পৌঁছেছেন। তাঁর পিতা, রাজা দ্বিতীয় সোভুজার ১২৫ জন স্ত্রী ছিলেন।”
বিভিন্ন প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, আবুধাবি ভ্রমণের সময় রাজা মসোয়াতি তৃতীয়ের সঙ্গে তাঁর ৩০ জন সন্তানও ছিলেন। বিশাল প্রতিনিধিদলটি বিমানবন্দরে সাময়িক বিঘ্ন ঘটায় বলে জানা গিয়েছে। এর ফলে রাজকীয় দলের নিরাপত্তার জন্য একাধিক টার্মিনাল বন্ধ করে দিতে হয়।

এর ফলে রাজাকে সমালোচনার মুখেও পড়তে হচ্ছে। অনেক ব্যবহারকারী রাজা মসোয়াতি তৃতীয়ের বিলাসবহুল জীবনযাত্রা এবং দেশের নাগরিকদের দৈনন্দিন সংগ্রামের মধ্যে স্পষ্ট বৈপরীত্য তুলে ধরেছেন।
অনেকেই এই বিলাসবহুল প্রদর্শনীতে ক্ষোভ প্রকাশ করেছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “এত বিলাসিতা, অন্যদিকে দেশের নাগরিকদের ঘরে বিদ্যুৎ নেই।” অন্য একজন প্রশ্ন করেছেন, “আফ্রিকা কি এত ধনী দেশ যে কেউ একজন ব্যক্তিগত জেট কিনতে পারবেন?”
আরও পড়ুন: দেশের মুদ্রা থেকে চারটি শূন্য বাদ দিতে চলেছে ইরান, কেন এই সিদ্ধান্ত, এর ফলে কী হতে চলেছে?
কেউ কেউ আরও তীব্র ভাষায় রাজার বাড়াবাড়ির নিন্দা করেছেন। একজন ক্ষুব্ধ ব্যবহারকারী লিখেছেন, “এই ব্যক্তি ব্যক্তিগত বিমানে ঘুরে বেড়াচ্ছেন যখন তাঁর দেশের লোকেরা অনাহারে মারা যাচ্ছেন।” অন্য একজন একই রকম সুরে বলেছেন, “তারা আবার আফ্রিকার শিশুদের খাওয়ানোর জন্য অর্থ চায়।” একজন মজার ছলে লিখেছেন, “তাঁর বাড়িতে কি এমন কোনও সমন্বয়কারী আছেন যিনি তাঁর সব স্ত্রীদের সামলান?”
আফ্রিকার শেষ রাজা তৃতীয় মসোয়াতি ১৯৮৬ সাল থেকে দক্ষিণ আফ্রিকার এই ছোট্ট দেশটিতে শাসন করে আসছেন। একাধিক প্রতিবেদন অনুসারে, তাঁর ব্যক্তিগত সম্পদ ১ বিলিয়ন ডলারেরও বেশি।
