আজকাল ওয়েবডেস্ক: ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর সোলার সিস্টেম রিসার্চের নেতৃত্বে একটি আন্তর্জাতিক গবেষক দল সূর্যের মতো তারাদের সম্পর্কে চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে। গবেষণায় উঠে এসেছে, সূর্যের মত নক্ষত্ররা প্রতি একশো বছরে একবার বিশাল রেডিয়েশন বিস্ফোরণ বা সুপারফ্লেয়ার সৃষ্টি করে। ২০২৪ সালের ১৩ ডিসেম্বরের সায়েন্স জার্নালে প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, সুপারফ্লেয়ারগুলি প্রায় এক ট্রিলিয়ন হাইড্রোজেন বোমার শক্তির চেয়েও বেশি শক্তি উৎপন্ন করে থাকে। যা প্রায় সমস্ত সোলার ফ্লেয়ারের শক্তিকেই ছাড়িয়ে যায়। গবেষকরা নাসার কেপলার স্পেস টেলিস্কোপ থেকে ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করেছেন।
তারা ৫৬,৪৫০ সূর্যের মত নক্ষত্রের পর্যবেক্ষণে মোট ২৮৮৯টি সুপারফ্লেয়ার চিহ্নিত করেছেন। গবেষণায় উল্লেখ করা হয়েছে যে সূর্যও এই একই ধরনের মারাত্মক বিস্ফোরণের ক্ষমতা রাখে। যদিও সরাসরি সূর্যের সুপারফ্লেয়ারের শক্তি মাপা সম্ভব হয়নি। তবে পৃথিবীতে পাওয়া একাধিক নমুনা এবং হিমবাহের বরফে পাওয়া প্রমাণ থেকে জানা যায় অতীতে এই ধরনের সৌর কার্যকলাপের প্রভাব ভালমতই পড়েছে পৃথিবীতে। এই ধরনের সৌর বিস্ফোরণের পূর্বাভাস আগে থেকে পাওয়ার জন্য আরও উন্নত প্রযুক্তির যন্ত্র আবিষ্কারের কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। গবেষকদের মতে অন্যান্য নক্ষত্রের আচরণ নিয়ে আরও গভীরভাবে গবেষণা করা প্রয়োজন। কারণ এই ধরনের সৌর ঝড় পৃথিবীর জন্য গুরুতর পরিণতি ডেকে আনতে পারে।
