আজকাল ওয়েবডেস্ক :  নিজের সিদ্ধান্তে এখনও রয়ে গিয়েছেন ইলন মাস্ক। তিনি উইকিপিডিয়াকে ১ বিলিয়ন টাকার অফার আগে থেকেই করে রেখেছেন। তার দাবি একটাই, নাম পরিবর্তন করতে হবে। নিজের এক্স হ্যান্ডেলে ফের একবার সেই কথা তুলে ধরলেন তিনি। 


মাস্ক বলেন, এখনও পর্যন্ত তিনি যা বলেছিলেন সেখানেই তিনি অটল হয়ে রয়েছেন। তাই সময় রয়েছে এখনই কাজটি করে নাও। তার নতুন করা টুইটকে তিনি নিজের পুরনো টুইটের সঙ্গে যোগ করে দিয়েছেন। সেখানে মাস্ক ফের একবার লিখেছেন যদি তিনি উইকিপিডিয়ার নাম পরিবর্তন করতে চান। তার নাম তিনি রাখতে চান ডিকিপিডিয়া। ২০২৩ সালের অক্টোবর মাস থেকে এই অফার তিনি দিয়ে রেখেছেন। তবে তার অফার নেয়নি উইকিপিডিয়া। 


মাস্ক উইকিপি়ডিয়াকে কটাক্ষ করেছেন বারে বারে। তার মনে হয়েছে এই সংস্থার সবার আগে দরকার আর্থিক সহায়তা। তাই প্রতি সময় তিনি এদের সঙ্গে টাকার অঙ্ককে জুড়ে দিয়েছেন। নিজের ফলোয়ার্সদের তিনি এবিষয়ে জোর দিতে বলেছেন। তার মতে, উইকিপিডিয়াতে কেউ যেন অনুদান না দেন। এটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে কোনও লাভের আশা নেই। তাই এখানে বিনিয়োগ করার অর্থ হল ক্ষতি। 

 


যদি দরকার পড়ে তিনি নিজের বরাদ্দ অর্থ আরও বাড়াবেন বলেও জানিয়েছেন। গত বছরের অক্টোবর মাসে এই অফার দিয়েছিলেন মাস্ক। নিজের একটি পোস্টে মাস্ক লিখেছিলেন তাদের আমি বিলিয়ন ডলার দেব যদি তারা তাদের নাম পরিবর্তন করে ডিকিপিডিয়া। তবে তার এই পোস্টের কোনও জবাব দেয়নি উইকিপিডিয়া কর্তৃপক্ষ। এরপর এক বছর কেটে যাওয়ার পর মাস্ক লিখেছেন, আমি কী বোকা। নাহলে এতদিন ধরে অপেক্ষা করে থাকি। উইকিপিডিয়া তাড়াতাড়ি নিজেদের কাজ কর।


বিশেষজ্ঞরা মনে করছেন ইলন মাস্ক বিভিন্ন সংস্থা নিজের কাছে নিতে চাইছেন যাতে তিনি সকলের উপর নজরদারি করতে পারেন। বিশেষত সেইসব প্রতিষ্ঠান যেখানে বিশ্বের সমস্ত মানুষের তথ্য রক্ষা করা আছে। সেইসব তথ্য নিয়ে মাস্ক আগামীদিনে কী করতে চান সেটি একমাত্র তিনিই জানেন।