আজকাল ওয়েবডেস্ক: একটি ছবি থেকেই বদলে যেতে পারে আপনার ভবিষ্যৎ। এমন একটি ঘটনাকে ঘিরে এখন সরগরম হল একটি খবর। 


পেনিসিলভিয়ার এক মহিলার হাতে যেন সোনা চলে এল। না, তিনি সোনা কেনেননি। তিনি মাত্র ১ হাজার ২৬ টাকা দিয়ে একটি পুরনো ছবি কিনে বাড়িতে নিয়ে এসেছিলেন। তবে এরপরই অবাক করার পালা। দেখা গেল তাঁর আনা সেই ছবির দাম আসলে ৮ কোটি ৫০ লক্ষ টাকা। খবরটি শোনার পর প্রায় ভিরমি খাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে নিজেকে তিনি সামলে নেন।

 


যে ছবিটি মহিলা কিনেছিলেন সেটি তিনি নিছক ঘর সাজানোর জন্যেই বাজার থেকে নিয়ে এসেছিলেন। তবে পরে তিনি জানতে পারেন এই ছবিটি ১৮০০ শতাব্দীর একটি ছবি। এটিকে আঁকা হয়েছে কয়লার গুড়ো দিয়ে। যে শিল্পী এই ছবিটি আঁকেন তিনি এটির দাম দিতে পারেননি। তবে এই ছবিটি হারিয়ে যায় দীর্ঘ বহু বছর ধরে। তারপর এই মহিলার ভাগ্যচক্রে সেটি চলে আসে তাঁর হাতে।

 


মহিলা জানান এই ছবিটি তিনি নিছক বাড়িতে সাজানোর জন্য নিয়ে এসেছিলেন। তবে এরপর অনলাইনে যখন এই ছবিটি দেখেন তখন তিনি বুঝতে পারেন এটির দাম কতটা। নিজের স্বামীকে তিনি বিষয়টি বলেন। তিনি এরপর অনলাইনে ছবিটি নীলাম করেন। সেখানেই তারা দুজনেই অবাক হয়ে যান প্রচুর ব্যক্তি এই ছবিটি কিনতে প্রায় পাগল হয়ে গিয়েছেন। এরপরই ৮ কোটি ৫০ লক্ষ টাকায় বিক্রি হয়ে যায় এই ছবিটি।

 


এই দুর্লভ ছবিটিকে দেখে প্রথমে তারা বুঝতে পারেননি। তবে এরপর তাঁদের ঘরে এক চিত্রশিল্পী আসে। তিনি ছবিটি নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনিই জোর করে ছবিটির দাম অনলাইনে জানতে চান। এরপরই চোখ কপালে ওঠার যোগাড় হয়ে যায় যখন এর দাম নজরে আসে। সেখান থেকেই আর দেরি না করে ছবিটিকে বিক্রি করার ব্যবস্থা করেন তারা। আর ছবি বিক্রি করতেই একেবারে তারা হয়ে গেলেন কোটিপতি।