আজকাল ওয়েবডেস্ক: রাশিয়ার রহস্যময় “ডুমসডে রেডিও” আবারও একটি অদ্ভুত বার্তা প্রচার করেছে। আর এবার একটি কণ্ঠস্বর শুধু একটি শব্দই উচ্চারণ করেছে— “লাটভিয়া”। সোমবার প্রচারিত এই বার্তা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকের আশঙ্কা, এই সংকেত কি রাশিয়ার লাটভিয়ার দিকে সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে? উল্লেখযোগ্যভাবে, লাটভিয়া ন্যাটোর সদস্য। ফলে দেশটিতে যেকোনো হামলাকে ন্যাটোর বিরুদ্ধে সরাসরি আক্রমণ হিসেবে ধরা হবে।


দিনজুড়ে প্রেরিত ছয়টি গোপন বার্তার একটি বিশেষভাবে উদ্বেগ বাড়িয়েছে। “NZHTI NZHTI 15854 LATVIA 5894 4167।” ঠিক কারা এই বার্তাগুলি গ্রহণ করছে—তা কেউই জানে না। স্টেশনটি বহু দশক ধরেই রহস্যে ঢাকা। ঠান্ডা যুদ্ধের সময় শুরু হওয়া এই শর্টওয়েভ রেডিও স্টেশন অনেকের কাছেই পরিচিত UVB-76, “দ্য বাজার” বা “ডুমসডে রেডিও” নামে। সাধারণত এটি ক্রমাগত একটি অদ্ভুত ‘বাজার’ ধ্বনি সম্প্রচার করে, আর মাঝেমধ্যে হঠাৎ সক্রিয় হয়ে রহস্যময় কোড বার্তা পাঠায়।


বিশেষজ্ঞদের মতে, সংকটের সময় এই স্টেশনের সক্রিয়তা বেড়ে যায়। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই এর সম্প্রচার আরও ঘন ঘন ধরা পড়ছে। অনেক সামরিক বিশ্লেষকের বিশ্বাস, UVB-76 এখনও রাশিয়ার কৌশলগত সামরিক যোগাযোগ ব্যবস্থার অংশ এবং এতে গোপন নির্দেশ বা সতর্কতা পাঠানো হয়।


সোমবার পাঠানো অন্যান্য বার্তাগুলোর মধ্যে ছিল— “NANTOTYUK, LAST, BOLONSKIY, GALVANIZER, DRAW।” আশ্চর্যের বিষয়, “nantotyuk” শব্দটির কোনো অর্থ পাওয়া যায় না—না রুশ ভাষায়, না ইংরেজিতে। আবার “bolonskiy” শব্দটি ‘বোলোনিজ’ বা ইতালীয় মাংস সসের নামের সঙ্গে মিল রয়েছে, যা কিছু বিশ্লেষকের মতে ইতালির দিকে কোনো ইঙ্গিত বহন করতে পারে। “Galvanizer”—ইংরেজি শব্দ, যার অর্থ লোহা বা স্টিলকে ধাতব প্রলেপ দেওয়া ব্যক্তি।

 ‘লোহার প্রলেপ’ বা ‘Iron’ শব্দটি আবার অনেককে মনে করিয়ে দিয়েছে উইনস্টন চার্চিলের দেওয়া সোভিয়েত ইউনিয়নের উপনাম— “Iron Curtain”। ফলে কিছু মানুষ মনে করছেন, এই শব্দগুলোর সমন্বয় হয়তো প্রতীকী অর্থে কোনো কৌশলগত সংকেত বহন করছে।


সবচেয়ে বড় আতঙ্কের জন্ম দিয়েছে বার্তায় “Latvia” শব্দের উপস্থিতি। সামাজিক মাধ্যমে অনেকেই মন্তব্য করছেন, রাশিয়া কি তবে লাটভিয়ার দিকে কোনও সামরিক পদক্ষেপের পরিকল্পনা করছে? ন্যাটো সদস্য দেশ হিসেবে লাটভিয়ার নিরাপত্তা নিয়ে যে কোনো আতঙ্কই বিশ্বব্যাপী উদ্বেগ সৃষ্টি করে। কারণ, ন্যাটোর Article 5 অনুযায়ী, কোনো সদস্য দেশের ওপর হামলা মানে সব সদস্য দেশের ওপর হামলা—অর্থাৎ সম্মিলিত প্রতিরক্ষা বাধ্যবাধকতা সক্রিয় হবে।


রাশিয়া বর্তমানে ইউক্রেনে দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়িয়ে আছে। এমন অবস্থায় ন্যাটোর সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘর্ষের আশঙ্কা আন্তর্জাতিক রাজনীতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। অনেকেই মনে করছেন, লাটভিয়াকে ঘিরে যেকোনো আক্রমণ বা উস্কানি বিশ্বের নিরাপত্তা পরিস্থিতিকে নাটকীয়ভাবে পরিবর্তন করে দিতে পারে। এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া না গেলেও বিশ্লেষকরা সতর্ক করছেন—UVB-76-এর বার্তাগুলো অতীতে বহুবার বিভ্রান্তিকর বা অস্পষ্ট হিসেবে বিবেচিত হয়েছে, এবং এগুলো সবসময় বাস্তব সামরিক পদক্ষেপের পূর্বাভাস দেয় না।


তবুও, সোমবারের বার্তা গোটা বিশ্বে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। বিশেষজ্ঞরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, আর সাধারণ মানুষও উদ্বিগ্ন—এ কি বড় কোনো ঘটনার সূচনা, নাকি কেবল আরেকটি রহস্যময় “বাজার” সংকেত? ভবিষ্যৎই তার উত্তর দেবে।