আজকাল ওয়েবডেস্ক: আমেরিকার ডানপন্থীদের দীর্ঘদিন ধরেই লক্ষ্য ছিল, হোয়াইট হাউসে ফিরে ঠিক সেই আদেশনামাতেই সই করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। আর ঠিক তারপর থেকেই চর্চার ঝড়। একের পর এক প্রশ্ন।
কোন আদেশনামায় সই করলেন ট্রাম্প? কী হবে তার ফলে? সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার শিক্ষা বিভাগকে ‘নির্মূল’ করার লক্ষ্যে একটি আদেশে সই করেছেন। যার অর্থ এককথায়, আমেরিকায় আর থাকছেই না শিক্ষা দপ্তর।
কী হবে এর ফলে? এর অর্থ, আমেরিকার কেন্দ্রীয় প্রশাসন আর সেখানকার শিক্ষা খাতে কোনও ব্যয় করবে না। হোয়াইট হাউস আর কোনও টাকা দেবে না।
কীভাবে চলবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি? শিক্ষা সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত এবার থেকে নিতে হবে আমেরিকার প্রদেশগুলিকেই। সই করে ট্রাম্প নিজেই জানান, এই আদেশনামা ফেডারেল সগিক্ষা বিভাগকে চিরতরে নির্মূল করবে। সঙ্গেই তিনি জানান, এই শিক্ষা দপ্তর আদতে কোনও সাহায্য করছে না সরকারের।
উল্লেখ্য, ১৯৭৯ সালে শিক্ষা দপ্তরকে কেন্দ্রীয় প্রশাসনের আওতায় আনা হয়। বলা হয়েছিল শিক্ষা বিভাগ কংগ্রেসের অনুমোদন ছাড়া বন্ধ করা যাবে না।
