আজকাল ওয়েবডেস্ক: রবিবার গভীর রাতে তীব্র ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান। কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী পাকিস্তান, তাজিকিস্তান এবং উত্তর ভারতেও। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬। সর্বশেষ খবর অনুসারে, আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে এখনও ৩০ জনের প্রাণ গিয়েছে। শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহত হাজার হাজার। এরপরও ভোরে ফের কেঁপে ওঠে আফগানিস্তান। তার মধ্যে অন্তত দু'টি কম্পনের মাত্রা ছিল ৫। ভূমিকম্প ঘিরে চরম আতঙ্ক সর্বত্র। 

আফগানিস্তানের জালালাবাদ শহরের কাছে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। কাবুল থেকে মাত্র ২৩ কিলোমিটার দূরে ১০ কিলোমিটার মাটির নীচে ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে অনুমান। 

ভারতে, দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ এবং আশেপাশের অঞ্চলের বাসিন্দারা শক্তিশালী কম্পন অনুভব করেছেন। কম্পনের ফলে অনেকেই ভয়ে রাতেই নিরাপদ আশ্রয়ের জন্য তাদের ঘরবাড়ি থেকে বেরিয়ে আসেন। ভারতে এখনও পর্যন্ত কোনও হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

আরও পড়ুন- পুজোর মাসের প্রথমেই স্বস্তি, এক ধাক্কায় অনেকটা দাম কমল এলপিজি গ্যাস সিলিন্ডারের

এর আগে একই সন্ধ্যায়, রাত ১০:৪৯ টার দিকে নাগাল্যান্ডে ছোট ছোট কম্পন আঘাত হানে। জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্রের রিপোর্ট অনুসারে, রিৎটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৯। ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার নীচে ছিল। এই কম্পনগুলি এতটাই সূক্ষ্ম ছিল যে অনেকেই তা অমুভূত করতে পারেননি।

ভারতের মধ্য প্রদেশ রাজ্যে, দিনের বেলায় সিংরাউলিতে ৩.৪ মাত্রার একটি ছোট ভূমিকম্প আঘাত হেনেছে। এর কেন্দ্রস্থল ছিল মাত্র ৫ কিলোমিটার ভূগর্ভস্থ। এর প্রভাব মৃদু ছিল এবং স্থানীয় জনগণ খুব ভাল করে কম্পন অনুভবই করতে পারেননি। কিন্তু মধ্যরাতে কাবুল থেকে উত্তর ভারতে তীব্র কম্পন অনুভূত হয়েছে।

দিল্লি এবং রাজধানী অঞ্চলের বাসিন্দারা রাত ১২:৫৫ টা নাগাদ তীব্র কম্পন অনুভব করেন। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে যে, ভূমিকম্পের উৎপত্তি সম্ভবত পাকিস্তানে হয়েছিল, যদিও সঠিক অবস্থান এবং শক্তির আনুষ্ঠানিক যাচাই এখনও হয়নি।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র স্পষ্ট করেছে যে, এই রিপোর্ট জনসাধারণের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে করা হয়েছে।  বৈজ্ঞানিক নিশ্চিতকরণ করা হয়নি।

আরও পড়ুন- কমিউনিস্ট পার্টির দপ্তরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? বৈঠকও করলেন! কী কী বিষয়ে জোর দেওয়া হল?