আজকাল ওয়েবডেস্ক: সকালে ঘুম থেকে উঠে ভেবেছিলেন ব্রেকফাস্ট করবেন জমিয়ে। খানিক ভেবেই সিদ্ধান্ত নিয়েছিলেন, সাত সকালে কামড় বসাবেন স্যান্ডউইচে। কিন্তু খানিক খোঁজখবর করে দেখলেন, লন্ডনে পছন্দের ব্রেকফাস্ট করতে যে সময় আর অর্থ খরচ হচ্ছে, তাতে একদিনে ঘুরে আসতে পারেন মিলান থেকে।
আর যেমন ভাবা তেমন কাজ। তড়িঘড়ি বিমানের টিকিট কেটে ব্রিটেনের দু’ জনে মিলানে উড়ে গেলেন, আর ঘুরে-ফিরে খেয়ে এলেন স্যান্ডউইচ। গল্পের মতো শুনতে লাগলেও এটাই সত্যি। ব্রিটেনের এক যুগল লন্ডনে স্যান্ডউইচ ব্রেকফাস্ট করার বদলে বিমানে করে মিলান ঘুরে ফিরে এসেছেন সেদিনই। আর সেই ঘটনাই এখন ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।
৪৯ বছরের শ্যারণ সামার এবং তাঁর সঙ্গী ড্যান ব্রেকফাস্টের জন্য পরিকল্পনা করেছিলেন ক্র্যানফিল্ড, বেডফোর্ডশায়ার থেকে লন্ডনে যাবেন। তাতে তাঁদের খরচ পড়ছিল ৩৫ থেকে ৪৫ পাউন্ড। সময় লাগত তাতে অন্তত দেড় ঘন্টা। এই সময় এবং খরচ দেখে তাঁরা বদলে ফেলেন সিদ্ধান্ত। ১৪ পাউন্ড খরচ করে টিকিট কেটে উড়ে যান মিলানে। শহর ঘুরে, স্যান্ডউইচ খেয়ে ফিরে আসেন আবার ঘরে। আচমকা এই পরিকল্পনা এবং সেটিকে সফল করতে পেরে শ্যারণ যারপরনায় খুশি, উচ্ছ্বসিত। বলছেন লন্ডনে ঘুরে স্যান্ডউইচ খাওয়ার থেকে একদিনে মিলান ঘুরে আসা অনেক সহজলভ্য। শ্যারণ এও জানিয়েছেন, ৫০ বছর বয়সের আগে এরকম অনেকগুলি কাজ করে ফেলতে চান তিনি।
আর যেমন ভাবা তেমন কাজ। তড়িঘড়ি বিমানের টিকিট কেটে ব্রিটেনের দু’ জনে মিলানে উড়ে গেলেন, আর ঘুরে-ফিরে খেয়ে এলেন স্যান্ডউইচ। গল্পের মতো শুনতে লাগলেও এটাই সত্যি। ব্রিটেনের এক যুগল লন্ডনে স্যান্ডউইচ ব্রেকফাস্ট করার বদলে বিমানে করে মিলান ঘুরে ফিরে এসেছেন সেদিনই। আর সেই ঘটনাই এখন ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।
৪৯ বছরের শ্যারণ সামার এবং তাঁর সঙ্গী ড্যান ব্রেকফাস্টের জন্য পরিকল্পনা করেছিলেন ক্র্যানফিল্ড, বেডফোর্ডশায়ার থেকে লন্ডনে যাবেন। তাতে তাঁদের খরচ পড়ছিল ৩৫ থেকে ৪৫ পাউন্ড। সময় লাগত তাতে অন্তত দেড় ঘন্টা। এই সময় এবং খরচ দেখে তাঁরা বদলে ফেলেন সিদ্ধান্ত। ১৪ পাউন্ড খরচ করে টিকিট কেটে উড়ে যান মিলানে। শহর ঘুরে, স্যান্ডউইচ খেয়ে ফিরে আসেন আবার ঘরে। আচমকা এই পরিকল্পনা এবং সেটিকে সফল করতে পেরে শ্যারণ যারপরনায় খুশি, উচ্ছ্বসিত। বলছেন লন্ডনে ঘুরে স্যান্ডউইচ খাওয়ার থেকে একদিনে মিলান ঘুরে আসা অনেক সহজলভ্য। শ্যারণ এও জানিয়েছেন, ৫০ বছর বয়সের আগে এরকম অনেকগুলি কাজ করে ফেলতে চান তিনি।
