আজকাল ওয়েবডেস্ক: প্রিয় তারকাকে অনুকরণ করতে গিয়ে বিপত্তি। তারকার মতো ঘন ঘন চুলের রং বদল করতে শুরু করেছিলেন ২০ বছরের এক তরুণী। নানা রঙে নিজের চুল ডাই করাতেন। এর জেরেই বর্তমানে হাসপাতালে শয্যাশায়ী তিনি। কিডনির গুরুতর অসুখে ভুগছেন ওই তরুণী। 

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে চীনে। হেনান প্রদেশের বাসিন্দা হুয়া। গত কয়েক মাসে প্রায়ই নিজের চুল ডাই করাতে শুরু করেন। এক একসময় ভিন্ন ভিন্ন রঙে সাজিয়ে তুলতেন চুল। তার জেরেই ভয়াবহ ক্ষতিগ্রস্ত হলেন। সম্প্রতি একাধিক উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে ছুটে যান। পরীক্ষানিরীক্ষার পর জানা গেছে, কিডনির জটিল অসুখে ভুগছেন তিনি। 

 

কী কী উপসর্গ দেখা গিয়েছিল? জানা গেছে, সম্প্রতি হুয়া লক্ষ করেন, তাঁর পায়ে লাল লাল ছোপ পড়ছে। পাশাপাশি প্রবল পেটের যন্ত্রণা এবং গাঁটের ব্যথায় ভুগতে শুরু করেন। কোনও ওষুধেই প্রতিকার মেলেনি। অবশেষে পরীক্ষা করে জানা যায়, কিডনির অসুখের জেরেই এই উপসর্গগুলি দেখা গেছে। 

 

ঝেংঝৌ পিপলস হাসপাতালের চিকিৎসক তাও চেনইয়াং জানিয়েছেন, প্রতি মাসে বিউটি পার্লারে গিয়ে চুলের রং বদলাতেন হুয়া। তাঁর প্রিয় তারকাকে দেখেই চুলের রং বদলে ফেলতেন‌। কিন্তু তারকার নাম প্রকাশ্যে আনেননি। সম্ভবত কোনও কে-পপ তারকাকে দেখে চুলে স্টাইল করতেন হুয়া। কখনও লাল, কখনও রামধনু রঙের, কখনও নীল রঙে সাজিয়ে তুলতেন চুল। ক্ষতিকারক রাসায়নিক পদার্থের পার্শ্ব প্রতিক্রিয়ায় তাঁর কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। 

 

আরও পড়ুন: সর্বনাশ! জীবনসঙ্গী খুঁজতে গিয়ে সর্বস্বান্ত ৫৯ বছরের প্রৌঢ়া, ম্যাট্রিমনি সাইটের ভয়াবহ অভিজ্ঞতা প্রকাশ্যে

 

বিশেষজ্ঞদের মতে, ক্ষতিকারক এই রাসায়নিক পদার্থের সংস্পর্শে ঘন ঘন এলে, শরীরে জটিল রোগ বাসা বাঁধে। এমনকী ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকিও রয়েছে। আমেরিকান ক্যানসার সোসাইটি সূত্রে জানা গেছে, বহু হেয়ার ডাইয়ে সিসা, পারদের মতো বিষাক্ত পদার্থ থাকে। এর জেরে ফুসফুস, কিডনি, অ্যালার্জি, এমনকী চুলেরও মারাত্মক ক্ষতি হয়। কখনও কখনও ক্যানসারেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। গর্ভবতী মহিলাদের হেয়ার ডাই থেকে দূরে থাকার পরামর্শও দেন বিশেষজ্ঞরা। 

 

তবে হেয়ার ডাই থেকে ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কতটা, তা এখনও সুস্পষ্টভাবে জানাননি চিকিৎসকরা। তবে বিশেষজ্ঞ পরামর্শ দিচ্ছেন, ঘন ঘন হেয়ার ডাই করা উচিত নয়।‌ বিশেষত পার্মানেন্ট হেয়ার ডাই করানোর আগে বিশেষ সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে। চুলে রং করার সময় অবশ্যই হাতে দস্তানা পরা জরুরি। কোনওভাবেই যাতে চোখের আশেপাশে সেই রং না লাগে, তাও খেয়াল রাখতে হবে। হেয়ার ডাইয়ে রাসায়নিক পদার্থের উপস্থিতি কতটা রয়েছে, তাও খতিয়ে নেওয়া প্রয়োজন। 

 

ঘটনাটি ঘিরে সোশ্যাল মিডিয়াতেও শোরগোল। নেটিজেনরাও এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন। তারকাদের নকল করতে গিয়ে অজান্তেই যেভাবে কমবয়সিরা বিপদ ডেকে আনছেন, তা ঘিরে সরব হয়েছেন নেটিজেনরা। কেউ কেউ আবার লিখেছেন, 'স্বাস্থ্য সম্পদ। নিজের শরীর নিয়ে এভাবে ছিনিমিনি খেলা উচিত না।'