আজকাল ওয়েবডেস্ক: প্রতি কিলো ওজন ঝরাতে পারলেই হাজার হাজার টাকা উপার্জন করতে পারবেন। এমন সুযোগের কথা শুনেই উত্তেজিত লাগছে? তাহলে হাতে হাতে টাকা পেলে কেমন লাগবে একবার ভাবুন! সম্প্রতি এক তথ্যপ্রযুক্তি কোম্পানি এমনই অফার চালু করল কর্মীদের জন্য। ওজন কমাতে পারলে লক্ষ লক্ষ টাকা, এমনকী কোটি টাকাও বোনাস হিসেবে দেওয়ার নিয়ম চালু করেছে এক কোম্পানি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নিয়মটি চালু হয়েছে চীনের এক তথ্যপ্রযুক্তি কোম্পানিতে। শেনচেন শহরে অবস্থিত এই কোম্পানির নাম, আরাশি ভিশন। যা ইনস্টা৩৬০ নামেও পরিচিত। কয়েক বছর আগেই একটি নিয়ম চালু করেন। যার নাম 'কোটি টাকার ওজন কমানোর চ্যালেঞ্জ'। গত ১২ আগস্ট এই অফারটি আবারও চালু হয়েছে কোম্পানিতে। নিয়ম অনুযায়ী ৫০০ গ্রাম ওজন কমাতে পারলেই ভারতীয় মুদ্রায় প্রায় ছয় হাজার টাকা উপার্জন করার সুযোগ রয়েছে।
চলতি বছরে কোম্পানির এই অফারে সবচেয়ে বেশি উপার্জন করেছেন জেন জি কর্মী শি ইয়াকি। মাত্র ৯০ দিনের মধ্যে ২০ কিলো ওজন ঝরিয়ে তাক লাগিয়ে দিয়েছেন শি ইয়াকি। তাঁকে দেখে সহকর্মীও চিনতে পারেননি। জানা গেছে, ২০ কিলো ওজন ঝরিয়ে শি প্রায় তিন লক্ষ টাকা বোনাস পেয়েছেন কোম্পানির তরফে। লক্ষাধিক টাকা জেতার পর শি জানিয়েছেন, 'এটা জীবনের অন্যতম বিস্ময়কর ঘটনা। আমি নিজেকেই চিনতে পারছি না। এটা শুধুমাত্র সৌন্দর্যের বিষয় নয়, আমার স্বাস্থ্যের উপরেও সুপ্রভাব পড়েছে।'
আরও পড়ুন: একাকিত্ব কাটাতে চান? ভাড়া পাওয়া যাচ্ছে প্রেমিক, কোন শহরে প্রতি ঘণ্টায় কত খরচ জেনে নিন
কীভাবে চটজলদি রোগা ছিপছিপে চেহারা হল ইয়াকির? তিনি জানিয়েছেন, তারকাদের ডায়েট চার্ট ও শরীরচর্চার পদ্ধতি তিনি অনুসরণ করেছিলেন। প্রতি দিন দেড় ঘণ্টা শরীরচর্চা করতেন। রোজ স্বাস্থ্যকর খাবার খেতেন। তেল, মশলাদার খাবার পুরোপুরি এড়িয়ে গেছেন। কোনও দিন দুধ, কোনও একদিন ফল ও ভুট্টা খেয়ে থাকতেন। তারকারা এই নিয়মেই ১৫ দিনে ১০ কেজি ওজন কমাতেও পারেন।
কোম্পানির গ্রুপে ওজন ঝরানোর জন্য তিনি কী কী করেছেন তাও ভাগ করে নিয়েছেন ইয়াকি। জানা গেছে, ইনস্টা৩৬০ ২০২২ সালে প্রথমবার ওই নিয়ম চালু করে। এরপর বছরে সাতটি রাউন্ড মিলিয়ে ওজন কমানোর জন্য কর্মীদের প্রায় আড়াই কোটি টাকা বোনাস দেয়। গত বছরেই ৯৯ জন কর্মী মিলিয়ে ৯৫০ কেজি ওজন কমাতে পেরেছিলেন। তাঁদেরকে এক কোটি টাকার বেশি বোনাস দিয়েছিল কোম্পানি।
কেন হঠাৎ এমন নিয়ম চালু করল কোম্পানি? কোম্পানির তরফেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, কাজের চাপে অনেকেই শরীর স্বাস্থ্যের যত্ন নিতে ভুলে যান। এর প্রভাবে শরীরের উপর মারাত্মক চাপ পড়ে। কাজেও মন দিতে পারেন না কর্মীরা। তাই কাজের দায়িত্ব সামলানোর পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী হয়ে ওঠার জন্য কর্মীদের ওজন কমানোর চ্যালেঞ্জ দেওয়া হয়।
তবে এই নিয়ম চালু হলেও একটি ছোট্ট টুইস্ট আছে। ওজন কমানোর জন্য যেমন বোনাস দেওয়া হয়, ওজন বেড়ে গেলে আবার টাকা কেটে নেওয়া হয়। কোম্পানির তরফেই জানিয়েছে, ওজন কমানোর পর যদি কোনও কর্মীর আবার ওজন বাড়ে, সেই ক্ষেত্রে তাঁর টাকা কেটে নেওয়া হবে। ৫০০ গ্রাম ওজন বাড়লে প্রায় ১০ হাজার টাকা ফাইন নেওয়া হয়। যদিও এখনও পর্যন্ত এই জরিমানা কোনও কর্মীই দেননি।
