আজকাল ওয়েবডেস্ক: চাকরি বাঁচাতে উদ্বেগ। অসুস্থ শরীরকে বুড়ো আঙুল দেখিয়ে কাজ করে চলেছেন এই ব্যক্তি। এমনকি অফিস যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হওয়ার ঠিক পরক্ষণে জ্ঞান ফিরতেই তিনি যেতে চাইলেন অফিস। কে এই ব্যক্তি ? কেন এত তাড়াহুড়ো তাঁর?
বাড়ছে জনসংখ্যা। অন্যদিকে চাকরির হার ক্রমেই ঠেকছে তলানিতে। চাকরি বাঁচাতে প্রত্যেকেই তৎপর। গোটা বিশ্বের মানুষ পাল্লা দিয়ে তাল মেলানোর চেষ্টা করছেন আধুনিক যুগের সঙ্গে। আর এই দৌড়ঝাপ এবং ব্যস্ত কর্মজীবনের মাঝে চাকরি নিয়ে বেজায় চিন্তায় বহু মানুষ। কেউ কেউ শরীরের কথা ভাবার সময়টুকুও পাচ্ছেন না, এই ধরনের নানা মন্তব্য বারবার সোশ্যাল মিডিয়ায় লক্ষণীয়। সম্প্রতি এমনই একটা ঘটনা ঘটে গেল চীনে।
স্টেশনে দাঁড়িয়ে ছিল এক ব্যক্তি। দাঁড়ানো অবস্থাতেই তিনি আচমকাই হৃদরোগে আক্রান্ত হন। এরপর জ্ঞান ফিরতেই শরীরের চিন্তাকে একপ্রকার তুড়ি মেরে উড়িয়ে দিলেন যেন, সকলকে অবাক করে অফিসে যাওয়ার জন্য তাড়াহুড়ো করতে থাকেন তিনি। যা দেখে স্টেশন চত্বরের প্রায় প্রত্যেকেই হতবাক হয়ে গিয়েছিলেন। আর ওই ব্যক্তি তখন যা বলে উঠেছিলেন তা অবাক করে দেওয়ার মতো।
ঘটনাটি চীনের হুনান প্রদেশের চাংশা র। অন্যান্য দিনের মত সেই দিনও অফিস পৌঁছতে স্টেশনে দাঁড়িয়েছিল বছর ৪০-এর এক ব্যক্তি। সেই সময় তাঁর হৃদরোগের সমস্যা দেখা দেয়। এরপর আচমকাই তিনি জ্ঞান হারালে রেল কর্মীরা ছুটে আসেন। তড়িঘড়ি খবর দেওয়া হয় চিকিৎসকদের। প্রায় মিনিট ২০ পর জ্ঞান ফেরে ওই ব্যক্তির । এরপর ওই ব্যক্তি বলে ওঠেন, ‘আমাকে দ্রুত ট্রেন ধরে অফিস যেতে হবে।‘ শারীরিক পরীক্ষার জন্য চিকিৎসক তাঁকে হাসপাতালে যেতে বললেও, তিনি নাকচ করে দেন। স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, চীনের অনেক মানুষই এই পরিস্থিতির শিকার হন।
