আজকাল ওয়েবডেস্ক: মার্কিন দেশে নতুন রোগের চিন্তা। সেখানে ৭১ বছরের এক মহিলা নিজের বাড়ির জলের পাইপের লাইনটি সম্প্রতি সারিয়েছিলেন। এরপর সেখান থেকেই তিনি জল পান করতেন। তবে সেখান থেকে দেখা যায় তিনি এক মারণ রোগের জীবানু বহন করছেন।


নতুন ধরণের অ্যামিবা রয়েছে। এর প্রধান কাজ হল মানুষের ব্রেনকে ধীরে ধীরে খেয়ে নেওয়া। ফলে সেখান থেকে যেকোনও ব্যক্তির দেহে নানা ধরণের পরিবর্তন লক্ষ্য করা যায়। সেদিক থেকে দেখতে হলে এই ধরণের অ্যামিবা থেকে এবার সকলের মনে চিন্তার ভাঁজ এসেছে।


তবে কোথায় থেকে এল এই ধরণের অ্যামিবা। জানা গিয়েছে এর জন্ম প্রধানত মাটি থেকে। সেখান থেকে এটি দ্রুত জলের সঙ্গে মিশতে চায়। তবে সেখানে যদি না মিশতে পারে তাহলে সেখানে এটি মাটির নিচের জলে মিশে যেতে চায়। এর এটাই সবথেকে বেশি চিন্তার কারণ।


যেসব স্থানে মাটির নিচের জল তুলে নিয়ে তাকে পানীয়ের উপযুক্ত করে তোলা হয় সেখানে এই অ্যামিবা ভীষণ মারাত্বক। জলের সঙ্গে কীভাবে নিজেকে মানিয়ে নিতে হয় এবং সেটি পান করার পর এটি সরাসরি মানুষের মাথায় নিজের ঘরে করে নেয়। এরপর সেখান থেকে মাথার বিভিন্ন কোষকে অতি সহজেই নষ্ট করতে শুরু করে এটি। পরে সেখান থেকে আর ফেরত আসার কোনও সুযোগ থাকে না। সেখান থেকে মানুষের মৃত্যু ঘটে। এই মহিলার ক্ষেত্রে সেই ঘটনাই ফের সামনে এসেছে। 


মার্কিন দেশের এই মারণ অ্যামিবা রীতিমতো এবার চিন্তার বিষয় হয়েছে। সেখানকার চিকিৎসকরা মনে করছেন যেভাবে এই অ্যামিবা কাজ করছে তাতে সেখানে একে সহজে ধরা যাচ্ছে না। এমন সময় এটি সামনে এসেছে যখন আর কিছুই করার নেই। ফলে সেখান থেকে দ্রুত এটি মানুষকে শেষ করে দিয়েছে।


কীভাবে একে জব্দ করা যায় এবার সেই কাজে মন দিয়েছেন গবেষকরা। তবে জলের সঙ্গে মিশে থেকে কীভাবে এই অ্যাবিমাকে কাবু করা যাবে সেটি নিয়ে এখন বিরাট চিন্তার ভাঁজ পড়েছে গবেষকদের কপালে।