আজকাল ওয়েবডেস্ক: অনেক দুষ্প্রাপ্য জিনিসের নিলাম হয়। কেউ কিনতে যায় আবার কেউ দেখতে যায়। এবার নিলামে উঠতে চলেছে সবচেয়ে বড় ডাইনোসরের কঙ্কাল। আগামী ১৬ নভেম্বর প্যারিসে এই নিলাম অনুষ্ঠিত হতে চলেছে। এই ডাইনোসরের কঙ্কালটির নাম ভলকেইন।
বিশালাকৃতি কঙ্কালের জন্য মঞ্চ প্রস্তুত। ফরাসি নিলাম হাউস কলিন ডু বোকাজ এবং বারবারোসা আশাবাদী, যে কঙ্কালটি নিলাম হতে চলেছে, সেটি সকলের সামনে নিয়ে আসার পর তার বাজারদর দাঁড়াতে পারে আনুমানিক USD ১১- USD ২২ মিলিয়ন। যা ভারতীয় মুদ্রায় আনুমানিক ৯২ কোটি টাকা থেকে ১৮৫ কোটি টাকা।
২০১৮ সালে এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াইমিং-এ অ্যাপাটোসরাস কঙ্কাল আবিষ্কৃত হয়েছিল। এই কঙ্কালটির দেহের প্রায় ৮০ শতাংশ হাড় অবশিষ্ট ছিল। এর পরে আবিষ্কার হল ভলকেইন। বিজ্ঞানীরা জানাচ্ছেন, এতদিন ধরে আবিষ্কার হওয়া কঙ্কালগুলোর মধ্যে এটি সবচেয়ে বৃহত্তম এবং সম্পূর্ণ ডাইনোসর।
গবেষণা বলছে, ভলকেইন ডাইনোসরের বৈশিষ্ট্যগুলি অ্যাপাটোসরাস এবং ব্রন্টোসরাস উভয়ের ক্ষেত্রেই কিছু মেলে। তবে অ্যাপাটোসরাস অ্যাজাক্সের সাথে সবচেয়ে বেশি মিল রয়েছে। অ্যাপাটোসরাসের আরেকটি স্বীকৃত প্রজাতি হল এটি। তবে ভলকেইন হল অ্যাপাটোসরাস এজাক্স এবং অ্যাপাটোসরাস লুইসের মধ্যে একটি মধ্যবর্তী প্রজাতির ডাইনোসর এমনটাই জানাচ্ছেন বিজ্ঞানীরা। এই ধরনের ডাইনোসর তৃণভোজী জীব ছিল বলেই জানিয়েছেন, জার্মানির রোস্টক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
১৯৯৭ সালে T-Rex “Sue”-এর ৮.৪ মিলিয়ন মার্কিন ডলারে এবং পরবর্তীতে “Apex” Stegosaurus-এর ৪৪.৬ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল ডাইনোসরের কঙ্কাল। তারপর থেকে ডাইনোসরের কঙ্কাল বহুবার নিলামে উঠেছে। তবে সেই সবের নিলামকে ছাপিয়ে যাবে এবারের নিলাম এমনটাই জানাচ্ছেন নিলামকারী সংস্থা।
দৈত্যাকার আমেরিকান ডাইনোসরটি প্যারিসের বাইরে Chateau de Dampierre-en-Yvelines-এ প্রদর্শনের জন্য রাখা হয়েছিল। জুলাই মাসে প্রদর্শনী খোলার পর থেকে এখন পর্যন্ত রেকর্ড সংখ্যক ৪০ হাজারের বেশি দর্শক সেটি দেখতে গিয়েছেন। ১৬ নভেম্বর পর্যন্ত চলবে এই সর্বজনীন প্রদর্শনী। তারপরই হবে নিলাম। কত দর ওঠে সবচেয়ে বড় ডাইনোসরের কঙ্কালের সেটাই এখন দেখার। আবেদন করার জন্য তাদের ওয়েবসাইটে যোগাযোগ করার কথা বলা হয়েছে।
