আজকাল ওয়েবডেস্ক: পাপুয়া নিউ গিনিতে দেখা গেল নতুন প্রজাতির প্রাণী। সেটি একটি খনির ধারেকাছে ঘুরছিল। তবে তার কালো চোখ সকলের মনে ভয় ধরিয়েছে।


তাহলে কী এখানে নতুন প্রজাতির প্রাণীর দেখা মিলল। বিজ্ঞানীরা সেটাই মনে করছেন। এক ব্যক্তি পাপুয়া নিউ গিনিতে গিয়েছিলেন তার একটি গবেষণার কাজে। তিনি মূলত সরীসৃপদের নিয়ে কাজ করেন। বিভিন্ন ধরণের সাপের উপরেই তিনি কাজ করছিলেন। পাপুয়া নিউ গিনিতে তিনি বেশকিছু সাপকে দেখতে পান। সেখান থেকে তিনি বুঝতে পারেন এই এলাকায় প্রচুর সাপ রয়েছে। ফলে সেখান থেকে তার আগ্রহ বাড়ে।


তবে এবারই চমক দেওয়ার পালা। আট্রা নামের একটি নতুন ধরণের সাপের খোঁজ পেলেন তিনি। সেটি গাছের ডালে বেশিরভাগ সময়ে থাকতে পছন্দ করে। অন্য সাপেদের তুলনায় এটি আকারে বেশ লম্বা। প্রায় ৪ ফুট লম্বা এই সাপটি সামনে এলে যে কেউ ভয় পেয়ে যাবে। তার কালো চোখে যেন রয়েছে মরণ ফাঁদ। একবার কাছে গেলেই উপহার মিলবে মারণ বিষ। 


মনে করা হচ্ছে পৃথিবীর বুকে বহু সাপের মধ্যে এটি অন্যতম। একে তাই একেবারে নতুন বলেই নাম দেওয়া হয়েছে। যে ব্যক্তি এই সাপটি দেখেছেন তিনিই এর নাম দিয়েছেন আট্রা। এর কালো চোখের কারণেই এই নামকরণ করা হয়েছে। গায়ের রং কালো হলেও যেকোনও বড় প্রাণীকে এরা অতি সহজেই কাবু করতে পারে। 

 


নতুন প্রজাতির এই সাপটি এখানে পাওয়া গেলেও আগামীদিনে এটি অন্যত্র মিলতে পারে। যদি কেউ হঠাৎ করে একে দেখে হাল্কাভাবে নিয়ে নেন তাহলে তার মৃত্যু নিশ্চিত। এর বিষের মাত্রা এতটাই বেশি হবে যে সেখান থেকে অনেক সময় কাজ করবে না অনেক ওষুধও। 

 


এই নতুন প্রজাতির সাপ যে বিবর্তনের নতুন দিশা দেখাচ্ছে সেটা বলাই যায়। প্রতিসময় ধরে প্রাণীদের মধ্যে যে বিবর্তনের ছাপ পড়ছে সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারছে না। এরা আগের তুলনায় অনেক বেশি মারাত্বক তৈরি হয়েছে।