আজকাল ওয়েবডেস্ক: মার্কিন সিনেটে গাজা যুদ্ধে ইজরায়েলকে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ দেখিয়ে গ্রেপ্তার হলেন ‘বেন অ্যান্ড জেরি’স’ আইসক্রিমের সহ-প্রতিষ্ঠাতা ও সমাজকর্মী বেন কোহেন। ঘটনার সময় স্বাস্থ্য সচিব রবার্ট কেনেডি জুনিয়র একটি শুনানিতে বক্তব্য রাখছিলেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কোহেন স্লোগান দিতে দিতে উঠে দাঁড়ান এবং বলেন, “কংগ্রেস বোমার জন্য অর্থ দিচ্ছে।” এরপর নিরাপত্তাকর্মীরা তাঁকে টেনে নিয়ে যায়। কোহেন-সহ মোট সাতজনকে “বাধা প্রদান বা বিঘ্ন ঘটানোর” অভিযোগে গ্রেপ্তার করা হয়। দোষী সাব্যস্ত হলে কোহেনের ৯০ দিনের জেল অথবা ৫০০ ডলার জরিমানা বা উভয়ই হতে পারে।
গ্রেপ্তার হওয়ার পর কোহেন টুইট করে লেখেন, “আমি কংগ্রেসকে বলেছি, তারা গাজার গরিব শিশুদের হত্যা করছে বোমা কিনে, আর তার খরচ তুলছে আমেরিকার গরিব শিশুদের মেডিকেড কেটে।”
উল্লেখ্য, ২০২১ সালে বেন অ্যান্ড জেরি’স পশ্চিম তীরের ইজরায়েলি বসতিতে আইসক্রিম বিক্রি বন্ধ করে আলোচনার কেন্দ্রে আসে। ২০২৩ সালেও উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তির দাবিতে বিক্ষোভ দেখিয়ে গ্রেপ্তার হয়েছিলেন কোহেন।
