আজকাল ওয়েবডেস্ক : জমজমাট আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লড়াইতে সকলের নজরে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। জো বাইডেন সরে যাওয়ার পর এবং তাঁর উপরেই বাজি ধরেছেন ডেমোক্র্যাটদের বড় অংশ। এবার কমলা হ্যারিসকে সমর্থন জানালেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তাঁর স্ত্রী মিশেল ওবামা। বারাক-মিশেল বর্তমান ভাইস প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছেন।

১ মিনিটের একটি ভিডিওতে দেখা গিয়েছে ফোনের এই বার্তালাপ। বারাক ওমাবা কমলা হ্যারিসকে বলেছেন, আমরা এটা বলতে ফোন করেছি যে আমি ও মিশেল আপনাকে সমর্থন করে গর্বিত। এই নির্বাচনে সহায়তা করতে এবং ওভাল অফিসে বসাতে আমরা যা করার করব। হ্যারিসকে বার্তা দেন মিশল ওবামাও। তিনিও বলেন, আমি আপনার জন্য গর্বিত। ইতিহাস তৈরি হবে। দুজনকেই এই সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন কমলা হ্যারিস।