আজকাল ওয়েবডেস্ক:‌ পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে ভারত যখন পাকিস্তানকে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে। তখনই পাক আর্মির কনভয়ে ভয়ঙ্কর হামলা চালাল বালোচ লিবারেশন আর্মি। পাক সেনার কনভয়ে হামলা চালিয়েছে তারা। ঘটনায় অন্তত দশ পাক সেনা মৃত বলে জানা গেছে।


শুক্রবার ঘটনাটি ঘটেছে কোয়েট্টার কাছে মারগাট এলাকায়। পাক আর্মির কনভয় যখন যাচ্ছিল, তখন আইইডি বিস্ফোরণ ঘটনায় বালোচ লিবারেশন আর্মি। হামলার দায় এই সংগঠন স্বীকারও করেছে। বিস্ফোরণে পাক সেনার গাড়িটিও ধ্বংস হয়ে গেছে। জানা গেছে, শুক্রবারের এই হামলার ঠিক আগের দিন বালুচিস্তানেই কালাতের কাছে বোমা হামলা হয়েছিল। ওই ঘটনায় ৩ জন মারা গিয়েছিলেন।

?ref_src=twsrc%5Etfw">April 25, 2025


বালোচ লিবারেশন আর্মির মুখপাত্র জিয়ান্দ বালোচ বিবৃতিতে জানিয়েছেন, ‘‌বালোচ যোদ্ধারা এই অঞ্চলে ‘‌দখলদার বাহিনীকে’‌ শেষ করে দিয়েছে। বালুচিস্তান দখল করতে এলে এই অবস্থাই হবে।’‌ প্রসঙ্গত, পাক সেনাকে দখলদার বাহিনী বলে উল্লেখ করেছে বালোচ যোদ্ধারা। এদিকে, পাক সেনার তরফে আইইডি বিস্ফোরণের ঘটনা এখনও সরকারিভাবে জানানো হয়নি। তবে তদন্ত চলছে বলে জানা গেছে। 


এটা ঘটনা গত মাসেই বোলানে জাফর এক্সপ্রেস হাইজ্যাক করে ৩৩৯ জন যাত্রীকে পণবন্দি করেছিল বালোচ যোদ্ধারা। ওই ঘটনায় ২৫ জন মারাও গিয়েছিলেন। জানা গিয়েছিল কোয়েট্টা থেকে পেশোয়ারগামী ট্রেনটির লাইনে বিস্ফোরক রাখা ছিল। বিস্ফোরণ ঘটিয়ে ট্রেনটিকে থামানো হয়। বিস্ফোরণের জেরে ট্রেনটির বেশ কয়েকটি কোচ এবং ইঞ্জিন লাইনচ্যুত হয়।