আজকাল ওয়েবডেস্ক: শৈশব থেকেই মানুষ নয়, পশু হওয়ার আকাঙ্ক্ষা ছিল আয়লা ক্রিস্টিন নামের এক কিশোরীর। চার বছর বয়সেই সে কুকুরের মতো হাঁটতে শুরু করে, কিন্তু পরে তার মন পড়ে ঘোড়ার প্রতি—তাদের সৌন্দর্য, গরিমা ও স্বাধীন চলাফেরা দেখে মুগ্ধ হয় সে। তবে এটা নিছক শখের অনুকরণ নয়, বরং বহু বছর ধরে শারীরিক প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে "ঘোড়া"তে পরিণত করার এক অনন্য প্রচেষ্টা।
বর্তমানে আয়লা অত্যন্ত দক্ষভাবে ঘোড়ার মতো দৌড়াতে পারেন, এমনকি প্রতিবন্ধকতা টপকে লাফ দিতে পারেন অনায়াসে। সামাজিক মাধ্যমে তাঁর এই দক্ষতা ভাইরাল হয়ে পড়েছে। অনেকে বলছেন, এটা শুধু শারীরিক কসরত নয়, বরং এক ধরনের শিল্প এবং আত্মপ্রকাশের পথ।
বিশেষজ্ঞরা একে একধরনের শারীরিক পারফরম্যান্স আর সৃজনশীলতা হিসেবে দেখছেন, যদিও কিছু মানুষ এই আচরণকে অদ্ভুত বা বাতিকগ্রস্ত বলেও সমালোচনা করছেন।
তবে আয়লা নিজে জানিয়েছেন, তিনি সম্পূর্ণ স্বাভাবিক কিশোরী, তাঁর নিজস্ব অনুভূতি, স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা আছে। তিনি ঘোড়ার মতো হ্রেষাধ্বনি করেন না, ওটস খান না, কিংবা দাঁড়িয়ে ঘুমান না—তবে তাঁর দৌড় ও লাফ দেখে চোখ কপালে উঠছে নেটিজেনদের।
