ভ্যালেন্টাইন্স ডে মানেই ভালবাসার দিন। কপোত-কপোতীদের হাত ধরে হোক বা ক্যাফেতে কফির কাপে চুমুক দিয়ে একান্তে সময় কাটাতে দেখা যায়। কিন্তু এই বছর এই ৩ রাশির জীবনে প্রেম দিবসেই ঘটবে অনর্থ! ভালবাসায় লাগবে গ্রহণ! ছবি- সংগৃহীত
2
9
আগামী ১৩ ফেব্রুয়ারি গ্রহদের রাজা সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আর এখানে আগে থেকেই বসে আছে রাহু। ফলে কুম্ভ রাশিতে সেই সময় এই দুই গ্রহ মিলে তৈরি করবে গ্রহণ যোগ। বলাই বাহুল্য, এটি একটি অত্যন্ত অশুভ যোগ, যার কারণে প্রেম জীবন ছারখার হবে এই ৩ রাশির জাতকদের। ছবি- সংগৃহীত
3
9
কর্কট: এই সময় জীবনসঙ্গীর সঙ্গে মতভেদ হবে। আর এর নেতিবাচক প্রভাব সরাসরি পড়বে সম্পর্কের উপর। যাঁরা প্রেম করছেন তাঁদের মধ্যেও ঝগড়া, অশান্তি হতে পারে। ছবি- সংগৃহীত
4
9
এই গ্রহণ যোগের কারণে কর্কট রাশির জাতকদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। শুধু কি তাই? কর্মক্ষেত্রেও নানা সমস্যার সম্মুখীন হতে হবে। সম্পত্তিহানি ঘটতে পারে। ছবি- সংগৃহীত
5
9
কন্যা: গ্রহণ যোগের কারণে এই রাশির জাতকদের দারুণ ভুগতে হবে। যে কোনও রোগের অসুস্থতা হতে পারে। পরিবারের কারও সঙ্গে তুমুল ঝগড়া হবে। আর্থিক ক্ষতিও হতে পারে। ছবি- সংগৃহীত
6
9
যাঁদের আইনি মামলা চলছে, তাঁদের বিপক্ষে রায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গীর কোনও কাজ বা আচরণের কারণে আপনার মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। বা আপনি রাগ করতে পারেন। ছবি- সংগৃহীত
7
9
মীন: সূর্য এবং রাহুর এই জুটি মীন রাশির জাতকদের জন্য একদম শুভ নয়। জলের মতো খরচ হবে টাকা। শত চেষ্টা করেও অকারণ খরচ আটকাতে পারবেন না। ছবি- সংগৃহীত
8
9
কাজের জায়গায় বা পরিবারে কোনও কারণে অপমানিত হতে পারেন। ভুলেও এই সময় কোনও নতুন কাজ শুরু করবেন না। সঙ্গীর সঙ্গে ভেবে চিন্তে কথা বলুন, অকারণ রাগ দেখাবেন না। এই সময় ঝগড়া হলে সেটার কারণে সম্পর্কে ইতি পড়তে পারে। ছবি- সংগৃহীত
9
9
কিন্তু কবে কাটবে এই গ্রহণ যোগ? আগামী ১৫ মার্চ সূর্য কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে। তখন শেষ হবে গ্রহণ যোগ। ফলে এক মাস টানা এই বিপদের মোকাবিলা করতে হবে। এই ৩ রাশির যাঁরা বিবাহিত তাঁদের বৈবাহিক জীবনে ঝড় উঠবে এই সময়। ছবি- সংগৃহীত