আজকাল ওয়েবডেস্ক: সোমবার। সপ্তাহের শুরুর দিন। দীপাবলি উপলক্ষে বেশকিছু ক্ষেত্রে ছুটি থাকলেও, একাধিক ক্ষেত্রে জোর কর্মব্যস্ততা। তার মাঝেই বেলা গড়াতেই টের পাওয়া যাচ্ছিল, একে একে ডাউন হচ্ছে একাধিক অ্যাপ। প্রবল সমস্যার মুখে পড়ে বহু সংস্থা। জানা গেল এই বিভ্রাটের কারণ।
outage-tracking ওয়েবসাইট ডাউনডিটেক্টর-এর তথ্য, সোমবার অ্যামাজন ক্লাউড AWS, রবিনহুড, স্ন্যাপচ্যাট এবং পারপ্লেক্সিটি এআই-সহ একাধিক জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্মে ব্যাপক বিভ্রাট ঘটেছে। কিন্তু কী থেকে এই সমস্যা? জানা যাচ্ছে, অ্যামাজন ওয়েব সার্ভিসেস থেকে মূলত এই সমস্যার সূত্রপাত।

পরিস্থিতি জটিল হতেই, তথ্য সংগ্রহ শুরু করে ডাউনডিটেক্টর। তাদের তথ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে AWS-এর জন্য 2,000 টিরও বেশি বিভ্রাটের ঘটনা রিপোর্ট হয়েছে ইতিমধ্যে। যেখানে ব্যবহারকারীরা বিভিন্ন ধরণের ডিজিটাল পরিষেবা এবং অ্যাপ অ্যাক্সেস করতে পারছেন না বলে অভিযোগ জানিয়েছেন। অ্যামাজনের নিজস্ব একাধিক প্ল্যাটফর্মও এই সমস্যা এড়াতে পারেনি। অ্যামাজন ডট কম, অ্যামাজন প্রাইম, অ্যালেক্সা-য় ব্যাপক বিভ্রাট লক্ষণীয়।
আরও পড়ুন: বিমানে তখন বহু মানুষ, যাত্রীর ব্যক্তিগত সরঞ্জাম থেকে আচমকা ধরে গেল আগুন, দিল্লি
পারপ্লেক্সিটি-এর সিইও অরবিন্দ শ্রীনিবাস বিঘ্ন-বিভ্রাট সম্পর্কে ইতিমধ্যে একটি পোস্ট করেছেন। তাতে তিনি জানিয়েছেন, এই বিঘ্নের মূল কারণ ছিল AWS-সম্পর্কিত একটি সমস্যা। তাঁর সংস্থা দীর্ঘ সময় সমস্যার মুখে পড়ে বলেও জানিয়েছেন তিনি। কাজ চলছে, পোস্টে তাও জানিয়েছেন অরবিন্দ।
Perplexity is down right now. The root cause is an AWS issue. We’re working on resolving it.
— Aravind Srinivas (@AravSrinivas)Tweet by @AravSrinivas
এছাড়া সমস্যার মুখে পড়েছে-
ক্যানভা,
স্ন্যাপচ্যাট,
ক্যানভাস বাই ইনস্ট্রাকচার,
রবলক্স,
হোয়াটনট,
রিং,
দ্য নিউ ইয়র্ক টাইমস,
অ্যাপ্ল টিভি,
কলেজ বোর্ড,
পাবজি ব্যাটল গ্রাউন্ড-সহ আরও একাধিক অ্যাপ, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।
