আজকাল ওয়েবডেস্ক: চিনের সুজহোউতে একটি বিয়ের অনুষ্ঠানের কিছু ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনদের মন্তব্যে উপচে পড়ছে কমেন্ট সেকশন। তবে এই ছবিগুলো ভাইরাল হয়েছে এমনি কোনও সাধারণ কারণে নয়। জানা গিয়েছে, ছবিগুলো ২০২১ সালের একটি বিয়ের ছবি। দেখা গিয়েছে, বিয়ের অনুষ্ঠানে উপস্থিত পরিবারের সদস্যরা আবেগপ্রবণ হয়ে কান্নায় ভেঙে পড়েছেন। আনন্দঘন এই মুহূর্তটি কেন এমন বিষাদের হয়ে উঠেছিল, তার পেছনে এক অবিশ্বাস্য আবিষ্কার ছিল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর পাওয়া গিয়েছে, বিয়ের দিন কনের হাতে থাকা একটি জন্মদাগ দেখে বর-এর মা চমকে ওঠেন। জন্মদাগটি তাঁর বহু বছর আগে হারিয়ে যাওয়া মেয়ের মতোই দেখতে লাগছিল অনেকটা। তখনই তিনি কনের পরিবারের কাছে জানতে চান, তাঁকে কি দত্তক নেওয়া হয়েছিল? উত্তরে জানা যায়, হ্যাঁ। তরুণী সত্যিই দত্তক নেওয়া সন্তান।

এই তথ্য জানার পর বর-এর মা আবেগে ভেঙে পড়েন এবং দাবি করেন, এই কনেই তাঁর বহু বছর আগে হারিয়ে যাওয়া সন্তান। একই সঙ্গে কনেও কেঁদে ফেলেন এবং জানান, তিনিও বহুদিন ধরে নিজের জন্মদাত্রী মাকে খুঁজছিলেন। এর পরে মা-মেয়ের পুনর্মিলনের সেই আবেগঘন এবং একইসঙ্গে বিষাদের মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

আরও পড়ুনঃ জলস্তর আবারও বিপদসীমা ছাড়াল যমুনার, মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরও জল ঢুকেছে ঘরে ঘরে

এই ঘটনায় প্রথমে উপস্থিত সবাই হতভম্ব হয়ে পড়লেও, অবশেষে দুজনের পরিবারের সদস্যরা বিয়েটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। কারণ, তরুণী ছোটবেলায় হারিয়ে যাওয়ার পর তাঁর মা নিঃসন্তান ছিলেন এবং এক ছেলে সন্তানকে দত্তক নেন।  অর্থাৎ, কনের জন্মদাত্রী মা তাঁর নিজের হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে না পেয়ে পরে যে ছেলেটিকে দত্তক নিয়েছিলেন, সেই ছেলেই এখন কনের বর। তাই কনে ও বর-এর মধ্যে রক্তের কোনওরকম সম্পর্ক নেই। ফলস্বরূপ তাঁরা বিবাহ করতে পারেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে আরও জানা গিয়েছে, যখন বর-এর মা সন্দেহ প্রকাশ করেন কনের জন্মদাগ দেখে, তখন কনের দত্তক মা-বাবা স্বীকার করেন যে তাঁরা তাঁকে বহু বছর আগে রাস্তায় পড়ে থাকা অবস্থায় পেয়েছিলেন। শিশুকন্যাটিকে দেখে তাঁরা নিজেদের সন্তান হিসেবে গ্রহণ করেন এবং লালনপালন করে বড় করেন।

আরও পড়ুনঃ অতিবৃষ্টিতে ডুবছে মুম্বই, বাণিজ্য নগরীতে জারি কমলা সতর্কতা

এহেন চমকপ্রদ আবিষ্কারের ঘটনার পর বিয়ের অনুষ্ঠান পরিকল্পনামতই অনুষ্ঠিত হয়। এবং তা এক অনন্য পারিবারিক পুনর্মিলনে পরিণত হয়।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ জানতে চেয়েছেন, কীভাবে কনে ছোটবেলায় হারিয়ে গিয়েছিলেন-সে বিষয়ে আরও বিস্তারিত তথ্য। আবার অনেকেই ব্যাঙ্গার্থক সুরে বলেছেন, এই কাহিনি একটি অসাধারণ টিভি নাটকের চিত্রনাট্য হতে পারে।

আরও পড়ুনঃ মাদকের নেশা খুঁজতে গিয়ে 'শরীরের নেশায়' বুঁদ পুলিশ! বিস্ফোরক ঘটনায় হইচই বেঙ্গালুরুতে...

ঘটনার প্রেক্ষিতে একজন ব্যবহারকারী মন্তব্য করে বলেন, 'আমি কী দেখলাম! এটা যেন কোনও চাইনিজ ড্রামার স্ক্রিপ্ট!'-আরও অনেকে তাঁর সঙ্গে একমত পোষণ করেন।