আজকাল ওয়েবডেস্ক: প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত আমেরিকার টেক্সাস। ভারী বৃষ্টিপাতে কারণে টেক্সাসের গুয়াদালুপে নদীতে হড়পা বানের সৃষ্টি হয়েছে। জলের তোড়ে ভেসে গিয়েছেন অনেকেই। এখনও পর্যন্ত ২৪ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা। টেক্সার কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের মধ্যে ২৩ থেকে ২৫ জন স্কুলছাত্রী রয়েছে গুয়াদালুপে নদীর তীরে সামার ক্যাম্প করতে গিয়েছিল। 

এক রাতে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাতের পর, সান আন্তোনিও থেকে প্রায় ১০৫ কিলোমিটার (৬৫ মাইল) উত্তর-পশ্চিমে দক্ষিণ-মধ্য টেক্সাস হিল কান্ট্রিতে অবস্থিত কের কাউন্টির কিছু অংশে আকস্মিক বন্যার কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছে মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা। টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানিয়েছেন, প্রায় ৭০০ জন ওই ক্যাম্পটিতে ছিল। তার মধ্যে ২৩ জনের খোঁজ মিলছে না। এর অর্থ এই নয় যে তারা মারা গিয়েছে। ওই পড়ুয়ারা হয়তো হারিয়ে যায়নি। তারা প্রাণ বাঁচাতে গাছের উপর আশ্রয় নিয়েছে বা তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

ড্যান আরও জানিয়েছেন, শুক্রবার টেক্সাসের দক্ষিণ-পশ্চিম প্রবল বৃষ্টিপাতের ফলে গুয়াদালুপ নদীর জলের উচ্চতা ৮ মিটার (২৬ ফুট) বৃদ্ধি পেয়েছে। ১৪টি হেলিকপ্টার এবং এক ডজন ড্রোন এবং উদ্ধারকারী দলগুলি উদ্ধারকাজ জারি রেখেছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, ওই এলাকাগুলিতে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। প্যাট্রিক বলেন, "হাল্কা বৃষ্টিপাত হলেও এলাকাগুলিতে আরও বন্যা হতে পারে। পশ্চিম ও মধ্য টেক্সাসের পাশাপাশি আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় সান আন্তোনিও থেকে ওয়াকো পর্যন্ত আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে।"

হড়পা বানে প্রতিক্রিয়া জানিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, “বন্যা পরিস্থিতি ভয়াবহ।“