আজকাল ওয়েবডেস্ক: মহাকাশচারী বুচ উইলমোর নাসা থেকে অবসর নিচ্ছেন। মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসার মাত্র পাঁচ মাস পর এই সিদ্ধান্ত নিলেন তিনি। উইলমোর এবং নাসার অপর মহাকাশচারী সুনীতা উইলিয়ামস বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানের প্রথম মানবচালিত উড়ান পরিচালনা করেছিলেন। তাদের এই মিশনটি বিশ্বজুড়ে মনোযোগ আকর্ষণ করে। মহাকাশযানটি স্টেশনের পথে বেশ কয়েকটি গুরুতর সমস্যার সম্মুখীন হয়েছিল। তবে তারা সেই দিকটিকে জয় করেছিলেন।
উইলিয়ামস এবং উইলমোরের আট দিন মহাকাশে থাকার কথা ছিল। কিন্তু নাসা ও বোয়িং বেশ কয়েক সপ্তাহ ধরে চেষ্টা চালিয়ে যায় কী ভুল হয়েছে তা নির্ধারণে এবং মহাকাশযানটি তাঁদেরকে নিরাপদে পৃথিবীতে ফেরত আনার জন্য যথেষ্ট উপযুক্ত কিনা তা বোঝার জন্য তাদের ফেরাতে বিলম্বিত করে। এরপর নাসা সিদ্ধান্ত নেয় যে স্টারলাইনারে করে তাঁদের পৃথিবীতে ফেরানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। গত বছরের আগস্টে নাসা ঘোষণা করে যে উইলমোর ও উইলিয়ামস স্পেসএক্সের ক্রু-৯ মিশনে আরও দুইজন অ্যাস্ট্রোনটের সঙ্গে পরবর্তী আইএসএস ক্রু রোটেশন মিশনে অংশ নেবেন এবং মহাকাশ স্টেশনে আরও কয়েক মাস থাকবেন।
আরও পড়ুন: তিন বছরের সময়ে প্রবীণ নাগরিকরা পাবেন আকর্ষণীয় সুদ, দেখে নিন এই ব্যাঙ্কগুলির খতিয়ান
অবশেষে উইলিয়ামস ও উইলমোর ২০২৫ সালের মার্চে পৃথিবীতে ফিরে আসেন। পৃথিবী ত্যাগ করার নয় মাসেরও বেশি সময় পর তারা ফেরেন এখানে। মহাকাশে এত দীর্ঘ সময় অবস্থান অস্বাভাবিক নয় কারণ রোটেশন মিশনের ক্ষেত্রে অ্যাস্ট্রোনটরা প্রায়ই ছয় মাস বা তার বেশি সময় স্টেশনে থাকেন।
উভয় মহাকাশচারী বারবার বলেছেন, তাঁরা তাঁদের দীর্ঘ মিশনের জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন এবং একটি পরীক্ষামূলক মহাকাশযানে প্রথমবার যাত্রা করার ঝুঁকি ও অনিশ্চয়তা সম্পর্কে ভালোভাবেই জানতেন।
উইলমোরের নাসা ত্যাগ করার সিদ্ধান্ত সেই পথেই হাঁটা যেটি অনুসরণ করেছিলেন বব বেহনকেন ও ডগ হারলি। স্পেসএক্সের ক্রু ড্রাগনের প্রথম মানবচালিত পরীক্ষামূলক ফ্লাইটের এরা পাইলট ছিলেন ২০২০ সালে। সেই মিশনটিই ছিল তাঁদের শেষ যাত্রা এবং দুজনই পরবর্তীকালে পৃথিবীতে আসার পর অবসর গ্রহণ করেন।

উইলমোর যিনি একজন নৌবাহিনীর কর্মকর্তা ও পরীক্ষামূলক পাইলট ছিলেন এবং ২১টি কমব্যাট মিশনে অংশ নিয়েছেন। ২০০০ সালে নাসার অ্যাস্ট্রোনট হিসেবে যোগ দেন। ২৫ বছরের ক্যারিয়ারে তিনি তিনটি মহাকাশ মিশনে অংশ নেন। যার মধ্যে ছিল স্পেস শাটল আটলান্টিসে একটি মিশন এবং রাশিয়ার সয়ুজ মহাকাশযানে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মহাকাশ যাত্রা। উল্লেখ্য মার্চে স্পেসএক্সের ক্যাপসুলে করে পৃথিবীতে ফিরে আসার পর উইলমোর বলেছিলেন ভবিষ্যতে সুযোগ পেলে তিনি আবারও বোয়িংয়ের স্টারলাইনারে চড়ে যেতে আগ্রহী। তবে নিজের অবস্থান থেকে সরে এসে তিনি এবার মহাকাশকে বিদায় জানালেন।
তবে কেন হঠাৎ করে তিনি এই সিদ্ধান্ত নিলেন তা নিয়ে উঠছে নানা ধরণের প্রশ্ন। অনেকে মনে করছে হয়তো মহাকাশে অতিরিক্ত সময় থাকার পর নাসার কাজ নিয়ে তিনি বিরক্তি প্রকাশ করেছিলেন। ফলে নাসার কথায় হয়তো তিনি নিজের জায়গা থেকে সরে গেলেন। যেভাবে তারা বহু মাস ধরে মহাকাশে ছিলেন সেখানে অনেকেই তাদেরকে নিয়ে নানা কথা বলেছিলেন। সেখান থেকে দেখতে হলে মহাকাশ থেকে ফেরার পর কেন এত দ্রুত অবসর নিলেন তা নিয়ে উঠছে নানা ধরণের প্রশ্ন।
